Web bengali.cri.cn   
স্বর্ণের দাম কমেছে বাংলাদেশে
  2013-03-15 09:56:02  cri
মার্চ ১৫: আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পাওয়ায় বাংলাদেশে কমানো হয়েছে সোনার দাম। শুক্রবার থেকে কার্যকর হচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নির্ধারিত এ নতুন দাম।

মূল্য হ্রাস করার পর এখন ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ৫৬ হাজার ১৬২ টাকা, ২১ ক্যারেট ৫৩ হাজার ৬৫৪ টাকা এবং ১৮ ক্যারেট ৪৬ হাজার ১৪ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে দাঁড়িয়েছে ভরিপ্রতি ৩৩ হাজার ৪৭৫ টাকায়। অন্যদিকে ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম দাঁড়িয়েছে এখন এক হাজার ৩৯৯ টাকায়।

বৃহস্পতিবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৭ হাজার ১৫৩ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫৮৭ টাকা এবং ১৮ ক্যারেট ৪৬ হাজার ৮৮৯ টাকা ছিল। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ৩৪ হাজার ৪০৮ টাকা এবং ২১ ক্যারেট রুপা এক হাজার ৪৫৮ টাকা।

এর আগে ২০ ফেব্রুয়ারি দেশে সোনার দাম কমিয়েছিলেন জুয়েলারি ব্যবসায়ীরা। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক