Web bengali.cri.cn   
চীনের সমৃদ্ধি কামনা করে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের শ্রোতাবন্ধুরা
  2013-03-17 16:46:00  cri

মার্চ ১৭: ২০১৩ সালে চীনের জাতীয় গণকংগ্রেস এবং জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন শুরু হওয়ার পর বাংলাদেশের শ্রোতাবন্ধুরা চীন আন্তর্জাতিক বেতার ও সিসিটিভির মাধ্যমে প্রচারিত সংশ্লিষ্ট খবর অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং দেখেছেন। তাঁরা ইমেইল এবং ওয়েবসাইটের মাধ্যমে চীনের নতুন নেতৃবৃন্দ ও চীনা জনগণের প্রতি শুভকামনা জানিয়েছেন।

১৭ মার্চ দুপুরে প্রধানমন্ত্রী লি খে ছিয়াং দেশি-বিদেশি সংবাদদাতাদের সঙ্গে দেখা করার পর বাংলাদেশের ঢাকার চায়না রেডিও ফ্যান ক্লাবের পরিচালক মোঃ লুত্ফর রহমান দ্রুত একটি মন্তব্য পাঠিয়েছেন। তিনি তার মন্তব্যে লিখেছেন, "এইমাত্র চীনের নতুন প্রধানমন্ত্রী মিস্টার লি খে ছিয়াং-এর 'মিট দ্যা প্রেস' অনুষ্ঠানটি শেষ হলো। সিসিটিভি নিউজের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত সংবাদ সম্মেলনটি দেখলাম। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী বিশ্বের পরিবর্তনশীল প্রেক্ষাপটে চীনকে এগিয়ে নিয়ে যাওয়ার যে-আশাবাদ ব্যক্ত করেছেন, আমি বিশ্বাস করি, নতুন নেতৃত্বের পক্ষে তা সম্ভব। সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন আর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের সাথে সম্পর্ক নিয়ে তার আশাবাদ একটি নতুন শান্তিপূর্ণ বিশ্ব গড়তে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। সাম্প্রতিক সময়ের চীনে তিনি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, জলবায়ু এবং ব্যস্টিক অর্থনীতির ব্যবস্থাপনা বিষয়ক দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নানামূখী অভিজ্ঞতা থেকে তিনি অত্যন্ত সার্থকতার সাথে বিশ্বের বৃহত্তম শান্তিকামী দেশটি পরিচালনা করতে সক্ষম হবেন বলে আমি আশাবাদী। সেই সাথে আমি বাংলাদেশ-চীন মৈত্রীর দীর্ঘায়ু কামনা করছি।"

বাংলাদেশের ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ আফজাল আলী খান তাঁর ইমেইলে লিখেছেন, "লি খেচিয়াং গণপ্রজাতন্ত্রী চীনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে আমাদের ক্লাবের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন। আশা করি তাঁর সুযোগ্য নেতৃত্বে অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বৈদেশিক সম্পর্ক, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা প্রভৃতি ক্ষেত্রে চীন আরো এগিয়ে যাবে। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোড়দার ও ঘনিষ্ঠ হবে। আমি চীন সরকার ও চীনের বন্ধুপ্রতিম জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।"

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম ই-মেইলে লিখেছেন, "চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে জানতে পারলাম, ১৪ মার্চ চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম সম্মেলনের চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে সি চিনপিংকে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে, ১৫ মার্চ দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম সম্মেলনের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে লি খেছিয়াংকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। আমরা আমাদের শ্রোতা ক্লাবের পক্ষ থেকে চীনের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃবৃন্দের যোগ্য নেতৃত্বে, চীন আগামীতে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে। আমরা চীনের আরো সমৃদ্ধি ও উন্নতি কামনা করি।" (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক