Web bengali.cri.cn   
চীনের ১২তম জাতীয় গণকংগ্রেসে রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তাদের নির্বাচিত করে
  2013-03-16 18:36:39  cri
মার্চ ১৬: চীনের ১২তম জাতীয় গণকংগ্রেসে শনিবার বিকেলে ষষ্ঠম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াংয়ের মনোনয়ণ অনুযায়ী রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তাদের নির্বাচিত করা হয়েছে।

তাঁদের মধ্যে চাং কাও লি,লিউ ইয়ান তুং,ওয়াং ইয়াং এবং মা খাই রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ইয়াং চিং,ছাং ওয়ান ছুয়ান, ইয়াং চিয়ে ছি, কুও শেং খুন আর ওয়াং ইয়োং রাষ্ট্রীয় কাউন্স্যুলার হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং ইয়াং চিং রাষ্ট্রীয় পরিষদের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাছাড়া, এই অধিবেশনে চীনের পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, গণনিরাপত্তামন্ত্রীসহ বিভিন্ন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। (সুবর্ণা/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক