Web bengali.cri.cn   
চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন শেষ: চীনের স্বপ্ন হচ্ছে জনগণের স্বপ্ন --- বললেন প্রেসিডেন্ট
  2013-03-17 12:13:29  cri

মার্চ ১৭: চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনের সমাপনি অনুষ্ঠান রোববার পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। চীনের নবনির্বাচিত প্রেসিডেন্ট সি চিন পিং সমাপনি অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি তাঁর ভাষণে আবারো চীনের স্বপ্ন বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, "চীনের স্বপ্ন হচ্ছে জনগণের স্বপ্ন। জনগণের ওপর আস্থাশীল থেকে ও তাদের ওপর নির্ভর করেই কেবল এ-স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। এ-স্বপ্ন বাস্তবায়িত হলে জনগণের কল্যাণ হবে।"

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

সি চিন পিং বলেন, "চীনের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে চীনের চেতনা উন্নত করতে হবে। আর সে-চেতনা হচ্ছে দেশপ্রেমকে কেন্দ্র করে জাতীয় চেতনা এবং সংস্কার ও উদ্ভাবনকে কেন্দ্র করে যুগের চেতনা। এ-চেতনা হচ্ছে দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করে গড়ে তোলার মূল শক্তি।"

চীনের স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে "চীনের পথে" এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, "চীনের পথ হচ্ছে চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক পথ। চীনা জাতি অসাধারণ সৃষ্টিশক্তির অধিকারী এক জাতি। চীনা জাতি মহান চীনের সভ্যতা সৃষ্টি করেছে এবং অব্যাহতভাবে চীনের রাষ্ট্রীয় অবস্থার সাথে সংগতিপূর্ণ উন্নয়ের পথ অন্বেষণ করতে সক্ষম।"

তিনি স্বপ্ন বাস্তবায়নের জন্য চীনা জনগণের সংহতির শক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, "চীনা জনগণ ঐক্যবদ্ধভাবে অভিন্ন স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম করলে, এ-স্বপ্ন বাস্তবায়ন কঠিন হবে না।"

উল্লেখ্য, চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে সরকারী কার্যবিবরণী গৃহীত হয়েছে। ভোটের মাধ্যমে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির কার্যবিবরণী গৃহীত হয়েছে, ২০১২ সালে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের বাজেট নির্বাহী রিপোর্ট এবং ২০১৩ সালে কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের বাজেট গৃহীত হয়েছে, সর্বোচ্চ গণঅভিশংসক দপ্তরের কার্যবিবরণী গৃহীত হয়েছে। অধিবেশনের সকল কাজ সম্পন্ন হবার পর, জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাং দে চিয়াং অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। (ইয়ু / আলিম)

মন্তব্য
লিঙ্ক