Web bengali.cri.cn   
চীনা জাতির মহান পুনরুত্থানের লক্ষ্যে সাহসের সাথে সামনে এগিয়ে যেতে হবে বললেন সি চিন পিং
  2012-11-30 14:22:37  cri

নভেম্বর ৩০: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং বলেছেন, "চীনা জাতির মহান পুনরুত্থানের লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সাহসের সাথে সামনে এগিয়ে যেতে হবে।" বৃহস্পতিবার পেইচিংয়ে জাতীয় জাদুঘরে 'পুনরুত্থানের পথ' শীর্ষক এক প্রদর্শনী ঘুরে দেখার সময় তিনি এ-কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য লি খে ছিয়াং, চাং দে চিয়াং, ইয়ু চাং শেং, লিউ ইয়ুন শান, ওয়াং ছি শান আর চাং কাও লি।

সি চিন পিং জোর দিয়ে বলেন, "অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করে পার্টির সকল কমরেডের এ-উপলব্ধি হওয়া উচিত যে,  উন্নয়নের মাধ্যমেই কেবল আত্মপ্রত্যয়ী হওয়া সম্ভব; পশ্চাত্পদতার মধ্রে কোনো কল্যাণ নেই। সঠিক পথই সৌভাগ্যের নির্ধারক বরে উল্লেখ করে তিনি আরো বলেন,  "সঠিক পথে অবিচলিতভাবে এগিয়ে যেতে হবে। ভবিষ্যত পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে, আমাদেরকে দীর্ঘস্থায়ী কঠোর প্রয়াস চালাতে হবে।"

সিপিসি-র সাধারণ সম্পাদক এসময় চীনা জাতির আশা-আকাঙ্ক্ষার কথাও বলেন। তিনি বলেন, "আমি মনে করি, চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করা হচ্ছে আধুনিক কালে চীনা জাতির সবচেয়ে মহান স্বপ্ন। চীনের প্রতিটি ছেলেমেয়ে এ-স্বপ্ন দেখে। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, প্রতিটি মানুষের নিয়তি দেশ ও জাতির কল্যাণ হলে, ব্যক্তিরও কল্যাণ হবে।" এসময় তিনি এ-লক্ষ্য বাস্তবায়নে সিপিসির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করিয়ে বলেন, "পার্টিকে আরো সুসংহত করতে হবে এবং চীনের জনগণকে সঙ্গে নিয়ে আরো সমৃদ্ধশালী দেশ গঠনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।"(ইয়ু / আলিম)

মন্তব্য
লিঙ্ক