Web bengali.cri.cn   
চীন ও বাংলাদেশের অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হবে: সি চিন পিং-এর আশাবাদ
  2012-10-18 19:26:28  cri
অক্টোবর ১৮: চীন ও বাংলাদেশ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করতে যৌথভাবে চেষ্টা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী সদস্য এবং চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বৃহস্পতিবার পেইচিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও সেদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতকালে এ-আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাত্কালে সি চিন পিং আরো বলেন, 'চীনের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন দলের সঙ্গে প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময়ের বর্তমান ধারাকে আরো জোরদার করতে ইচ্ছুক।'

এসময় খালেদা জিয়া চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে মাত্র ৩০ বছরে দেশটির ব্যাপক অগ্রগতির প্রশংসা করেন এবং চীনের কমিউনিস্ট পার্টির আসন্ন ১৮তম জাতীয় কংগ্রসের সার্বিক সাফল্য কামনা করেন। (ওয়াং তান হোং/আলিম)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক