Web bengali.cri.cn   
হু চিন থাও ও সি চিন পিং-এর কেন্দ্রীয় সামরিক কমিশনের বর্ধিত অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ
  2012-11-17 19:09:35  cri

নভেম্বর ১৭: কমরেড হু চিন থাও আর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং শুক্রবার বিকেলে পেইচিংয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় সামরিক কমিশনের বর্ধিত অধিবেশনে উপস্থিত ছিলেন। হু চিন থাও এতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। সি চিন পিং অধিবেশন সভাপতিত্ব করেন এবং তিনিও গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

হু চিন থাও বলেন, কমরেড সি চিন পিং হচ্ছেন পার্টির যোগ্য সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের যোগ্য চেয়ারম্যান। তিনি অবশ্যই সামরিক কমিশনের কর্মকর্তাদের সংগে নিয়ে ভালোভাবে এ ঐতিহাসিক দায়িত্ব পালন করবেন।

কমরেড হু চিন থাও পার্টি ও দেশ এবং প্রতিরক্ষা ও সেনাবাহিনী গড়ে তোলার জন্য উল্লেখযোগ্য কাজ করেছেন, সি চিন পিং তার ভূয়সী প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা ও সেনাবাহিনী গড়ে তোলার কাজ নিরন্তরভাবে সামনে এগিয়ে নিতে চাইলে সর্বপ্রথম রাজনৈতিক কর্তব্য হিসেবে পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের মর্মকে অনুধাবন করতে হবে, সেনাবাহিনীকে পার্টির নিরঙ্কুশ নেতৃত্ব অনুসরণ করতে হবে, নানা সামরিক সংগ্রামের কর্তব্য দৃঢ়তার সাথে সম্পন্ন করতে হবে, সার্বিকভাবে সেনাবাহিনীর বিপ্লবী, আধুনিকীকরণ ও নিয়ম নীতি গঠন করতে হবে এবং সবসময় সেনাবাহিনীর গৌরব ঐতিহ্য ও শ্রেষ্ঠ শৈলী অবলম্বন করতে হবে। (ইয়ু / আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক