Web bengali.cri.cn   
নির্বাচনের নিয়ম
  2011-05-31 12:17:31  cri
১। বহুবিধ সাংস্কৃতিক বিষয়বস্তু

বিখ্যাত সাংস্কৃতিক নগরে বহুবিধ সংস্কৃতির মিশ্রণ সংরক্ষণ করা উচিত। সে শহর উন্নয়ন প্রক্রিয়ায় জাতিগত সংস্কৃতি ও বিদ্যমান সংস্কৃতি সংরক্ষণ করা, বাইরের সংস্কৃতি গ্রহণ করা এবং আধুনিক সংস্কৃতিতে বিকাশ লাভ করা উচিত। একটি বহুবিধ সংস্কৃতি-সমৃদ্ধ নগরে শ্রেষ্ঠ সাংস্কৃতিক জীবন ভালোভাবে সংরক্ষিত ও উন্নত হয়।

২। জীবিত সাংস্কৃতিক ঐতিহ্য

বিখ্যাত সাংস্কৃতিক নগরে ইতিহাসের চিহ্ন আছে। হয়তো একটি রাজবংশের বদলানোর দাগ, কিছু কলম-পেশার উঠানামা কিংবা কোনো একটি লোক কারুশিল্পের প্রচার। এ সব ঐতিহ্য জীবিতরূপে ধরা পড়ে বা তাকে স্পর্শ করা যায়। ঐতিহ্যকে সংরক্ষণ করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে সাধারণ অধিবাসীদের জীবনের সঙ্গে তাকে একাকার করে ফেলা।

৩। বৈচিত্র্যময় সাংস্কৃতিক তত্পরতা

বিখ্যাত সাংস্কৃতিক নগরে বৈচিত্র্যময় সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা উচিত। বৈশিষ্ট্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহরটি নমনীয় ও প্রাণবন্ত হয়ে ওঠে; শহরের ঐতিহাসিক সংস্কৃতি প্রচার করার পাশাপাশি নতুন সাংস্কৃতিক মূল্য সৃষ্টি হয়। এটা হচ্ছে শহরের কোমল শক্তির এক গুরুত্বপূর্ণ প্রমাণ।

৪। সৃজনশীল সাংস্কৃতিক শিল্প

সৃজনশীল সাংস্কৃতিক শিল্প হচ্ছে বিখ্যাত সাংস্কৃতিক নগর উন্নয়নের প্রবল অর্থনৈতিক অবলম্বন। সমৃদ্ধ উদ্ভাবন শিল্প হচ্ছে সাংস্কৃতিক কল্পনাশক্তি ও বৈজ্ঞানিক সৃজনশীলতা শক্তির মিশ্রণ। এর মধ্য দিয়ে শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের জেগে উঠার সামর্থ্য প্রদর্শিত হয়। সৃজনশীল সংস্কৃতি হচ্ছে বিভিন্ন শহরের তফাত্ খুঁজে বের করার এক গুরুত্বপূর্ণ উপাদান।

৫। উন্মুক্ত সাংস্কৃতিক বিনিময়

বিশ্বের বহুবিধ সাংস্কৃতিক কাঠামোতে বিভিন্ন দেশের শহরসংস্কৃতি বিশ্বের সংস্কৃতির সঙ্গে ধাক্কাধাক্কি, মেলামেশা ও সুমিশ্রণের মাধ্যমে তার নিজের বিশেষ মোহিনীশক্তি প্রকাশ করে এবং উন্মুক্ত সাংস্কৃতিক বিনিময়ের মধ্য থেকে আরো বেশি অনুপ্রেরণা গ্রহণ করে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040