Web bengali.cri.cn   
যোগ দিন 'চীনের শহর তালিকা-২০১১' কর্মসূচিতে
  2011-05-30 22:18:41  cri
শুরু হতে যাচ্ছে ইন্টারনেট-ভিত্তিক 'চীনের শহর তালিকা-২০১১' কর্মসূচিতে। সারা বিশ্বের নেট-নাগরিকরা এ কর্মসূচিত অংশ নিতে পারেন।

আপনি যেখানেই থাকুন না কেন, ইন্টারনেটের মাধ্যমে নিজের মাতৃভাষায় সুদূর ও রহস্যময় প্রাচীন চীনকে এবং চীনের অসাধারণ মনোহর শহরগুলোকে জানতে পারেন। আপনি ইন্টারনেটের মাধ্যমে নিজের মাতৃভাষায় এ শহরগুলোর মূল্যায়ন করতে পারেন; ভোট দিতে পারেন নিজের পছন্দের শহরকে।

পেইচিং, লাসা ও ছুফুসহ চীনের নানা শহর যথাক্রমে আপনার কাছে আসবে। মহাপ্রাচীর ও পোতালা প্রাসাদসহ চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের রহস্য উন্মোচিত হবে।

'চীনের শহর তালিকা' হচ্ছে চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই অনলাইন ওয়েবসাইট আয়োজিত এক তত্পরতা। সিআরআই অনলাইনের বহু ভাষা-ভিত্তিক ওয়েবসাইট এবং দেশি-বিদেশি সহযোগিতামূলক তথ্যমাধ্যমগুলো যৌথভাবে এবারের তত্পরতার আয়োজন করছে। ইন্টারনেট ভোটের মাধ্যমে চীনা নগরগুলোর ওপর সারা বিশ্বের নেট-ব্যবহারকারীদের মূল্যায়ন সংগ্রহ করা হবে। এর পাশাপাশি চীনের বিশেষ পর্যটন, সংস্কৃতি সম্পদকে বিশ্বের কাছে তুলে ধরা হবে।

এখনি অংশগ্রহণ করুন 'চীনের শহর তালিকা' কর্মসূচিতে; শুরু করুন আপনার অসাধারণ যাত্রা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040