Web bengali.cri.cn   
লাসা
  2011-05-30 21:24:48  cri

শহরের অবস্থানঃ চীনের পশ্চিমে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চল, তিব্বত পার্বত্যের মধ্যাঞ্চল, হিমালয় পর্বতের উত্তরাঞ্চল এবং ইয়া লু চাং পু নদীর শাখা লাসা নদীর উত্তর তীরে অবস্থিত।

শহরের শ্লোগানঃ পার্বত্য পবিত্র শহর

শহরের কার্ডঃ

লাসা হচ্ছে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানি। এটি চীনের একটি বিখ্যাত ঐতিহাসিক সাংস্কৃতিক নগর। তিব্বতী ভাষায় 'লা সা'র' অর্থ হচ্ছে পবিত্র স্থল বা বৌদ্ধ স্থল। দীর্ঘকাল ধরে লাসা তিব্বতের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মের কেন্দ্র। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পোতালা প্রাসাদকে এ তুষারাচ্ছন্ন শহর এবং সারা ছিংহাই-তিব্বত মালভূমির প্রতীক বলে অভিহিত করা হয়। একই সঙ্গে লাসা শহর সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের সবচেয়ে উঁচু শহর এবং সবচেয়ে জমকালো পোতালা প্রাসাদ তিব্বতের সংস্কৃতির বৈচিত্রের প্রতীক।

লাসায় স্ববৈশিষ্ট্যসম্পন্ন প্রাকৃতিক ও মানবিক সম্পদ রয়েছে। শহরের পর্যটন সম্পদও প্রচুর। শহরের কেন্দ্রস্থলের পোতালা প্রাসাদ ও 'পা চিয়াও' সড়ক এবং লাসা নতুন নগর, টেলিযোগাযোগ ভবন, তথ্য ভবন, লাসা রেস্তোরাঁ, তিব্বত হোটেল, জাতীয় বৈশিষ্টসম্পন্ন বসতবাড়ি ও আধুনিক ভবন সবকিছুই যে কারোর দৃষ্টি কাড়বে।

রাস্তায় জড় হন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন জায়গার মানুষ। তাঁদের মধ্যে অনেকেই তাদের নিজস্ব জাতির ঐতিহ্যবাহী পোশাক পরেন। বৌদ্ধ ধর্ম তাদের জীবন-যাপনের নিত্যদিনের পদ্ধতিতে পরিণত হয়েছে। তিব্বতীরা একসাথে তিব্বতী নববর্ষ পালন করেন এবং তুষারাচ্ছন্ন পার্বত্যাঞ্চল ভ্রমণ করেন।

লাসার পানির গুণগত মান বেশ ভাল এবং বায়ু বেশ পরিষ্কার। গোটা চীনের মধ্যে লাসায় দূষণের মাত্রা সবচেয়ে কম এবং পরিবেশের দিক থেকে সবচেয়ে ভাল শহরগুলোর মধ্যে অন্যতম। তিব্বত অপেরা স্ববৈশিষ্ট্যসম্পন্ন। গান ও নৃত্যের মধ্য দিয়ে তাতে পুরোপুরিভাবে জাতীয় বৈশিষ্ট প্রতিফলিত হয়। তিব্বত জাতির খোদাই করার মান বেশ উচ্চ পর্যায়ের। তিব্বত জাতির নিজস্ব ভাষা ও শব্দ আছে। লাসা শহরের জনপ্রিয়তার মান অব্যাহতভাবে বাড়ানো হচ্ছে। লাসা 'চীনের একটি শ্রেষ্ঠ পর্যটন শহর', 'ইউরোপীয় পর্যটকদের সবচেয়ে পছন্দের পর্যটন শহর' এবং পোতালা প্রাসাদ 'ইউরোপীয় পর্যটকদের সবচেয়ে পছন্দের পর্যটন স্থান' নির্বাচিত হয়েছে। এছাড়া ২০০৬ সালে লাসা আবারও সারা চীনের তপ্ততা প্রতিরোধ সংক্রান্ত ৩০টি শহরের মধ্যে অন্যতম একটি নির্বাচিত।--ওয়াং হাইমান

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040