Web bengali.cri.cn   
ছিউয়ান চৌ
  2011-05-30 21:06:29  cri

চীনের ৬০০টি বেশি শহরগুলোর মধ্যে ছিউয়ান চৌ একটি বড় শহর নয়। কিন্তু এটা সাংস্কৃতিক একটি শহর নিরঙ্কুশ। ছিউয়ান চৌর সাংস্কৃতিক অন্তঃসারে এ শহরের গৌরবময় ইতিহাস এবং ছিউয়ান চৌ নগরবাসী ইতিহাসকে সম্মান ও প্রতিরক্ষা আছে।

বিখ্যাত 'রেশম পথ' প্রাচীনকাল বিশ্বের পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্যিক বিষয় এবং অন্য বিভিন্ন বিনিময়ের প্রধান পথ। ছিউয়ান চৌ চীনের দক্ষিণ-পূর্ব দিকের তটসীমায় থাকে। এটাও সামুদ্রিক বাণিজ্য 'সামুদ্রিক 'রেশম পথ'এর পূর্ব দিকের সূচনাস্থল। ১৩তম শতাব্দীতে ছিউয়ান চৌ হলো চীনের বৃহত্তম এবং বিশ্বে গুরুত্বপূর্ণ একটি বন্দর হতো। তখন এই শহরে বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি এবং বিভিন্ন ধর্মবিশ্বাসের লোকেরা বাস করত। এর জন্য ছিউয়ান চৌতে প্রচুর ঐতিহাসিক ঐতিহ্য আছে। এখন ইউনেস্কো ছিউয়ান চৌকে 'বিশ্ব সংস্কৃতি বহুবিধের প্রদর্শন কেন্দ্র' ও 'বিশ্ব ধর্মীয় জাদুঘর' নির্ণয় করেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040