Web bengali.cri.cn   
চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক
  2020-01-29 18:34:11  cri

জানুয়ারি ২৯: মঙ্গলবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে চীন সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম সাক্ষাত্ করেন। সাক্ষাতে তিনি বলেন, চীন উন্মুক্ত, স্বচ্ছ ও দায়িত্বশীল মনোভাব নিয়ে বিশ্বের কাছে করোনা ভাইরাসের তথ্য প্রকাশ করছে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে আঞ্চলিক ও বিশ্বের গণস্বাস্থ্য নিরাপত্তা রক্ষা করতে ইচ্ছুক।

সাক্ষাত্কালে প্রেসিডেন্ট সি বলেন, বর্তমানে চীনা জনগণ অভিনব করোনা ভাইরাস প্রতিরোধ করছে। জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্য বরাবরই প্রথম স্থানে আছে। করোনা ভাইরাস প্রতিরোধ করা হলো বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি নিজস্ব পরিচালনা ও ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা করোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় কর্মগ্রুপ প্রতিষ্ঠা করে একীভূত নেতৃত্ব ও ব্যবস্থাপনা করছি। বিভিন্ন স্থানের করোনা ভাইরাস প্রতিরোধের কাজে সমন্বয় করা হয়েছে। আমরা জনসাধারণের ওপর গভীরভাবে নির্ভর করছি। আমি বিশ্বাস করি, আমরা অবশ্যই করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম হবো।

তিনি আরও বলেন, চীনা জনগণ একটি কঠোর যুদ্ধের সম্মুখীন হয়েছে। চীন সরকার জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। চীন সরকারের উদ্দেশ্য হলো জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষা করা। তিনি বলেন, করোনা ভাইরাস হলো 'শয়তান'। আমরা 'শয়তানকে' আড়াল করতে পারি না। চীন সরকার প্রকাশ্য, স্বচ্ছ ও দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রকাশ করে যাবে।

তেদ্রোস আধানম প্রথমে চীনের জনগণকে বসন্ত উত্সবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, অভিনব করোনা ভাইরাসের সম্মুখীন চীন সরকার দৃঢ় রাজনৈতিক আস্থা প্রদর্শন করেছে এবং শক্তিশালী ও কার্যকর ব্যবস্থা নিয়েছে। এটি প্রশংসিত হয়েছে। চীন উন্মুক্ত ও স্বচ্ছভাবে তথ্য প্রকাশ করছে, ভাইরাসের প্যাথোজেনগুলি আবিষ্কার করেছে এবং সময়মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের সঙ্গে তথ্য বিনিময় করেছে। আমি বিশ্বাস করি, চীন অবশ্যই কার্যকর ব্যবস্থা নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতায় অনেক গুরুত্ব দেয়। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের অভিনব করোনা ভাইরাস প্রতিরোধের কাজে অংশ নিতে স্বাগত জানায়। বর্তমানে সংস্থাটির বিশেষজ্ঞরা উহানে গিয়ে কাজ পরিদর্শন করছেন। চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে আঞ্চলিক ও বিশ্বের গণস্বাস্থ্য নিরাপত্তা রক্ষা করতে ইচ্ছুক। তিনি বিশ্বাস করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজ অবশ্যই উদ্দেশ্যমূলক, ন্যায্য, শান্ত এবং অভিনব করোনা ভাইরাস নির্মূল করতে পারবে। চীনের ব্যবস্থা শুধু চীনা জনগণের জন্যই নয়; বরং, বিশ্ববাসীকেও রক্ষা করবে। আমি চীনকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, চীনের পদক্ষেপের গতি ও আওতা বিশ্বে বিরল। এতে চীনের গতি, চীনা আওতা, চীনা যোগ্যতা প্রতিফলিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের উচ্চ মূল্যায়ন করে। এটি হলো চীনের সামাজিক ব্যবস্থার সুবিধা। চীনের অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্যও গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দৃঢ়ভাবে চীনের করোনা ভাইরাস প্রতিরোধের কাজে সমর্থন করে এবং চীনের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। সংস্থাটি চীনকে প্রয়োজনীয় সব সহায়তা দিতে চায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিজ্ঞান ও সত্যভিত্তিক রায় দেয় এবং অতিরিক্ত প্রতিক্রিয়া ও মিথ্যার বিরোধিতা করে। বিশ্বের স্বাস্থ্যরক্ষা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং অবদান রাখার জন্য চীনের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের সঙ্গে অব্যাহতভাবে কৌশলগত সহযোগিতার কথা বলেন তেদ্রোস আধানম।

(ছাই/তৌহিদ/তুহিনা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040