Web bengali.cri.cn   
তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের ৬০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান লাসা শহরে অনুষ্ঠিত
  2019-04-09 14:23:29  cri

মার্চ ২৯: তিব্বতে গণতান্ত্রিক সংস্কারের ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) সকালে লাসা শহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিভিন্ন জাতির বিভিন্ন মহলের এক হাজারেরও বেশি মানুষ পোতালা প্রাসাদের মহাচত্বরের সমাবেশে যোগ দেন।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পার্টি কমিটির সম্পাদক উ ইং চিয়ে অনুষ্ঠানে বলেন, গণতান্ত্রিক সংস্কার রাজনীতি ও ধর্মের সমন্বিত ব্যবস্থা। এ ব্যবস্থা সামন্ততান্ত্রিক কৃতদাস প্রথা উচ্ছেদ করেছে। এটি তিব্বতের ইতিহাসে সবচেয়ে ব্যাপক, সুগভীর ও মহান সামাজিক সংস্কার; যা তিব্বতে নতুন যুগ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ১৯৫৯ সালের ২৮ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তিব্বতের আঞ্চলিক সরকার ও এর অধীনস্থ বাহিনী, আদালত ও কারাগার ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। এরপর লাখ লাখ কৃতদাস মুক্তি পায় এবং সমাজতান্ত্রিক পথে তিব্বতি জনগণের নয়া যাত্রা শুরু হয়।

(লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040