Web bengali.cri.cn   
সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস উন্নয়নে নতুন দিক-নির্দেশ প্রদান করবে: নেপালের উপ-প্রধানমন্ত্রী
  2017-10-19 11:19:26  cri

অক্টোবর ১৮: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস উন্নয়নে নতুন দিক-নির্দেশ প্রদান করবে বলে মন্তব্য করেছেন নেপালের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা । সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেন।

তিনি চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করেন। তিনি বলেন, চীনের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের সময় তিনি নেপাল ও নেপালিদের প্রতি চীনের শীর্ষ নেতাদের বন্ধুত্ব অনুভব করেছেন। তিনি চীনের সুপ্রতিবেশিসূলভ বন্ধুত্বের কূটনৈতিক নীতির প্রশংসা করেন। (রুবি/টুটুল/ইয়ু)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040