অক্টোবর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপনকালে বলেন, জনগণ দুর্নীতি সবচে বেশী ঘৃণা করেন। দুর্নীতি হলো চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র জন্য বৃহত্তম হুমকি। ঘুষ দেওয়া ও নেওয়া উভয় অপরাধের তদন্ত চালানো হবে। সি বলেন, সিপিসিতে স্বার্থান্বেষী গ্রুপ ঠেকাতে হবে। শহর বা জেলায় পার্টির কমিটিতে পরিদর্শনের ব্যবস্থা চালু করা যেতে পারে। দুর্নীতিগ্রস্তরা যাতে কোথাও পালিয়ে যেতে না পারে তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দিতে হবে।
তিনি বলেন, দুর্নীতি দমনের ক্ষেত্রে জাতীয় আইন প্রণয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং পূর্ণাঙ্গ তত্ত্বাবধান ও রিপোর্টিং প্ল্যাটফর্ম স্থাপন করতে হবে।
(লিলি/মহসীন)