Web bengali.cri.cn   
তাইওয়ানের যে কোনো রাজনৈতিক দল '১৯৯২ সালের মতৈক্য' স্বীকার করলেই মুল ভূখণ্ডের সঙ্গে সংলাপ চলানো সম্ভব
  2017-10-18 15:50:28  cri

অক্টোবর ১৮: চীনা প্রেসিডেন্ট সি সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপনকালে বলেন, 'এক চীন নীতি' হলো তাইওয়ান প্রণালীর দু'তীরের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। '১৯৯২ সালের মতৈক্য' হলো দু'তীরের সম্পর্ক এবং শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার গুরুত্বপূর্ণ বিষয়। '১৯৯২ সালের মতৈক্যের ঐতিহাসিক বাস্তবতা স্বীকার করলেই কেবল দু'তীরের মধ্যে সংলাপ চালানো এবং মূল ভূভাগের সঙ্গে তাইওয়ানের যে কোনো রাজনৈতিক দল ও সংস্থার যোগাযোগ করা সম্ভব হবে বলা ধারণা করা হয়।

প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়, যে কোনো ধরণের বিচ্ছিন্নতাবাদী তাইওয়ানপন্থীর প্রয়াসকে দমন করতে মুল ভূ খণ্ডের দৃঢ় প্রতিজ্ঞা, আস্থা ও ক্ষমতা আছে।

(লিলি/মহসীন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040