Web bengali.cri.cn   
মানব জাতির জন্য আরও বড় অবদান রাখা বরাবরই সিপিসি'র মিশন: সি চিন পিং
  2017-10-18 15:36:47  cri

অক্টোবর ১৮: মানব জাতির জন্য আরও বড় অবদান রাখা বরাবরই চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র মিশন। আজ (বুধবার) শুরু হওয়া সিপিসি'র কেন্দ্রীয় কমিটির ঊনবিংশ জাতীয় কংগ্রেসে কর্ম-প্রতিবেদন পেশ করার সময় সিপিসি'র বৈদেশিক সম্পর্ক বিষয়ক নীতি প্রসঙ্গে পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং এ কথা বলেন।

বিরাজমান বিশ্ব পরিস্থিতি নিয়ে সি চিন পিং বলেন, সিপিসি বিরাজমান জটিল পরিস্থিতির জন্য স্বপ্ন ছাড়তে পারবে না, আদর্শ দূরে থাকার কারণে পরিশ্রম ত্যাগ করবে না।

তিনি বিশ্বের বিভিন্ন দেশের জনগণের প্রতি মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি প্রতিষ্ঠা এবং টেকসই শান্তি, নিরাপত্তা, অভিন্ন সমৃদ্ধি, উন্মুক্ত ও সহনশীল, পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

সি চিন পিং বলেন, চীন বরাবরই স্বাধীন শান্তিপূর্ণ কূটনৈতিক নীতি পালন করে এবং বিশ্বজুড়ে অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন দেশের সঙ্গে যৌথ স্বার্থ সম্প্রসারণ ও বৈদেশিক উন্মুক্তকরণের মূলনীতি পালন করে আসছে। চীন অব্যাহতভাবে বড় দেশের ভূমিকা পালন করে বিশ্বের শাসন ব্যবস্থার সংস্কার ও নির্মাণে মেধা ও শক্তি প্রদান করবে। (রুবি/টুটুল/ইয়ু)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040