Web bengali.cri.cn   
'ব্রিক্স প্লাস'পদ্ধতি উত্থাপন করবে চীন
  2017-09-07 14:52:17  cri

অগাস্ট ৩০: ব্রিক্স নেতাদের নবম শীর্ষসম্মেলন ও নবোদিত বাজার দেশ এবং উন্নয়নশীল দেশের সংলাপ নিয়ে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ব্রিক্স দেশগুলো একটি রুদ্ধদ্বার ক্লাব নয়, ব্রিক্স দেশগুলোর সহযোগিতার প্রভাব পাঁচটি সদস্যদেশের বাইরেও রয়েছে। ব্রিক্স ব্যবস্থা নবোদিত বাজার দেশ এবং উন্নয়নশীল দেশের একটি প্ল্যাটফর্ম সরবরাহ করেছে যেখানে তারা পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থকে রক্ষা করে। বিশ্ব শান্তি উন্নয়নে ব্রিক্স ব্যবস্থার ভূমিকা দিন দিন বাড়ছে। ব্রিক্স দেশগুলো উন্মুক্ত ধারণা পোষণ করে। ব্রিক্স দেশগুলোর একটি কল্যাণকর অভিজ্ঞতা আছে ,তা হলো অন্য নবোদিত বাজার দেশ এবং উন্নয়নশীল দেশের সঙ্গে সংলাপ করা।

ওয়াং ই বলেন, আগের সফল অভিজ্ঞতার ভিত্তিতে চীন 'ব্রিক্স প্লাস' ধারণা উত্থাপন করবে। এই ধারণা হচ্ছে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক, সহযোগিতা ও উভয়ের জন্য কল্যাণকর। এর সঙ্গে ব্রিক্স ধারণার মিল রয়েছে।

এবার সিয়ামেন শীর্ষসম্মেলন চলাকালে চীন নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশের সংলাপ আয়োজন করবে। ওয়াং ই ব্রিক্সভুক্ত ৫টি দেশের নেতাদের আমন্ত্রণ জানান এবং সবাই একসাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানান। (শিশির/টুটুল/সুবর্ণা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040