Web bengali.cri.cn   
ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বেইজিংয়ে অনুষ্ঠিত
  2017-08-03 13:34:00  cri

জুন ২০: ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক গতকাল (সোমবার) বেইজিংয়ের তিয়াও ইয়ু থাই জাতীয় অতিথিভবনে অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতামন্ত্রী মাইতে নোয়ানা-মাশাবানে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আলোয়িসো নুনিস, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ, এবং ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিজয় কুমার সিং বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ওয়াং ই বলেন, ব্রিক্স প্রতিষ্ঠার পর বিগত দশ বছরে পাঁচটি দেশের নেতৃবৃন্দের বলিষ্ঠ নির্দেশনায় জোটের সহযোগিতায় লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে।

সেপ্টেম্বরে চীনের সিয়া মেনে ব্রিক্সের নবম শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ওয়াং ই আরও বলেন, এটি হবে অতীতের পদাঙ্ক অনুসরণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ সম্মেলন। আসন্ন সম্মেলন ব্রিক্স সহযোগিতার ভবিষ্যত উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। চীন অন্য চারটি দেশের সাথে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট প্রস্তুতিমূলক কাজ করবে বলেও তিনি জানান।

বৈঠকে পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতিক্রমে যেসব বিষয়ে একমত হন সেগুলো হচ্ছে: ব্রিক্সভুক্ত দেশগুলোর সাথে নবোদিত ও উন্নয়নশীল দেশগুলোর সংহতি ও সহযোগিতা জোরদার করতে হবে; দ্রুত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করতে হবে; আন্তর্জাতিক ন্যায়নীতির আলোকে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে; আন্তর্জাতিক বিষয়াদিতে জাতিসংঘের কেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে হবে; রাজনৈতিক উপায়ে বিভিন্ন উত্তপ্ত ইস্যু সমাধান করতে হবে; যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে; সহযোগিতামূলক ও উইন-উইন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাতে হবে; বিশ্বের বহুমেরুকরণ ও আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে; আন্তর্জাতিক শৃঙ্খলা ও ব্যবস্থাকে আরও ন্যায়সংগত ও উপযুক্ত করার প্রয়াস চালাতে হবে; মানবজাতির সমৃদ্ধি ও অগ্রগতির জন্য বেশি করে 'ব্রিক্স বুদ্ধি' ও 'ব্রিক্স প্রস্তাব' উপস্থাপন করতে হবে; এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার জন্য সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করে যেতে হবে।

বৈঠকশেষে 'ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি' প্রকাশিত হয়। (ইয়ু/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040