|
৮ মার্চ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতীয় গণকংগ্রেসের বার্ষিক অধিবেশন চলাকালে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে, 'এক অঞ্চল, এক পথ'-সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহযোগিতা, চীন-মার্কিন সম্পর্ক, কোরীয় উপদ্বীপ পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে তার দেশের অবস্থান তুলে ধরেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
চলতি বছরের মে মাসে চীনে 'এক অঞ্চল, এক পথ'-সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম অনুষ্ঠিত হবে। এ ফোরাম থেকে চীনের প্রত্যাশা প্রসঙ্গে ওয়াং ই বলেন, "'এক অঞ্চল, এক পথ' চীনের প্রস্তাব। তবে এর সুফল বিভিন্ন দেশ ভোগ করবে। আমরা আশা করি, ফোরামে তিনটি লক্ষ্য অর্জিত হবে: প্রথমত, বিভিন্ন পক্ষের মধ্যে মতৈক্য সৃষ্টি হবে; দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুবিন্যস্ত হবে; তৃতীয়ত, মাঝারি ও দীর্ঘমেয়াদি সহযোগিতা-ব্যবস্থা চালুর সিদ্ধান্ত গৃহীত হবে।"
চীন-মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ওয়াং ই বলেন, দু'দেশের সম্পর্ক ইতিবাচক এবং তা সুষ্ঠুভাবেই বিকশিত হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। দু'নেতা 'এক চীন নীতি'র গুরুত্ব সম্পর্কে একমত হয়েছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে ব্যাপকভাবে উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন।
সম্প্রতি কোরীয় উপদ্বীপ পরিস্থিতির অবনতি ঘটেছে। এ ব্যাপারে এক প্রশ্নের উত্তরে ওয়াং ই বলেন, বর্তমানে সবচেয়ে জরুরি কর্তব্য হচ্ছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার একসাথে উস্কানিমূলক তত্পরতা বন্ধ করা। তিনি বলেন, "চীনের প্রস্তাব হচ্ছে, প্রথমে, উত্তর কোরিয়াকে অস্থায়ীভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ রাখতে হবে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াও অস্থায়ীভাবে যৌথ সামরিক মহড়া বন্ধ রাখবে। দু'পক্ষ এতে রাজি হলে বর্তমান অচলাবস্থা কাটিয়ে আলোচনার টেবিলে ফেরার সুযোগ সৃষ্টি হবে। আলোচনার মাধ্যমেই কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করা, উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা, এবং কোরীয় উপদ্বীপে স্থায়ী নিরাপত্তার মৌলিক উপায় খুঁজে বের করতে হবে।"
চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ক প্রসঙ্গে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গায়ের জোরে দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত ক্ষেপণাস্ত্র-প্রতিরোধকব্যবস্থা 'থাড' মোতায়েন করতে চায়। এটা চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্কের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। চীন দক্ষিণ কোরিয়াকে অবিলম্বে এ তত্পরতা বন্ধের তাগিদ দেয়।
চীন-রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে ওয়াং ই বলেন, বর্তমানে চীন-রাশিয়া সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ভালো সময় অতিক্রম করছে। দু'দেশের সার্বিক কৌশলগত সমন্বয় ও অংশীদারিত্বের সম্পর্ক দু'পক্ষের মৌলিক স্বার্থের অনুকূল।
চীন-ইউরোপ সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন ইউরোপের একত্রীকরণ প্রক্রিয়াকে সমর্থন দিয়ে যাবে। ইউরোপের সাথে শান্তি, সমৃদ্ধি, সংস্কার ও সভ্যতার ভিত্তিতে অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতেও ইচ্ছুক চীন।
চীন-আফ্রিকা সহযোগিতার ভবিষ্যত প্রসঙ্গে ওয়াং ই জোর দিয়ে বলেন, বৈশ্বিক অর্থনীতিতে যত পরিবর্তনই আসুক না কেন, চীন আফ্রিকাকে আগের মতোই সাহায্য-সহযোগিতা দিয়ে যাবে।চলতি বছর 'ব্রিক্স' পালন করছে 'চীনা বর্ষ'। ওয়াং ই বলেন, সভাপতিরাষ্ট্র হিসেবে চীন 'ব্রিক্স'-এর মাধ্যমে অন্যান্য উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন সংস্থার সাথে সংলাপ অব্যাহত রাখবে, 'ব্রিক্স'-এর 'বন্ধুত্ব চক্র' সম্প্রসারণ করবে, এবং 'ব্রিক্স' সহযোগিতাকে বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্লাটফর্মে পরিণত করতে প্রচেষ্টা চালাবে। (ইয়ু/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |