Web bengali.cri.cn   
দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ম্যালেরিয়া প্রতিরোধক মশারি এবং রেডিও সেট বিতরণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখা
  2016-09-05 10:24:29  cri


গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (ডিজিএফ)-এর দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ম্যালেরিয়া রোগ প্রতিরোধক মশারি এবং রেডিও সেট বিতরণ করেছে ইন্দোনেশিয়া ও চীন থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখা।

ডিজিএফ হোস্টেলে অবস্থানরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মশার উৎপাত থেকে রক্ষার জন্য এবং হোস্টেলে অবসর সময়ে রেডিও সেটের মাধ্যমে চীন আন্তর্জাতিক বেতারসহ অন্যান্য বেতার অনুষ্ঠান শুনায় আগ্রহী করে তুলতে এই অভিনব উদ্যোগ নেয় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখা।

২৫ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার সকাল ১১টায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর চেয়ারম্যান দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচারের পরিচালক ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান নজিব।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া, সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মো: আশরাফ হোসেন খান, গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: শহীদুল কায়সার লিমন, রোটারিয়ান খালেদ কাজিন, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ম্যানেজার স্বপন মাহমুদ, ইশারা ভাষা প্রশিক্ষক জেমিমা আক্তার চমক, কারিগরী প্রশিক্ষক বায়েজিদ খান, ধর্মীয় শিক্ষক মাওলানা ডা: আবদুস সালাম, কর্মী শরিফা বেগম ও নূরজাহান বেগম, প্রতিবন্ধীশিক্ষার্থী মো: কয়েছ মিয়া, নিখিল চন্দ্র দাস, সমিরঞ্জন বিশ্বাস, কামরান হোসেন, আব্দুস সামাদ, সোহেলা আখতার, জুবেদা খাতুন, রুকসানা বেগম, তাবাসসুম ফেরদৌস চাঁদনী, তাহমিনা আক্তার মৌমি প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচারের পরিচালক ড. মির শাহ আলম বলেন, তথ্য, শিক্ষা এবং বিনোদনে উদ্ভুদ্ধ করণে বেতার অন্যতম একটি মাধ্যম। স্বাধীনতা থেকে শুরু করে এযাবত বেতার মানুষের কল্যাণে সবসময় কাজ করে আসছে। বিশেষ করে দুর্যোগ উৎকন্ঠায় বেতার দেশ ও জাতীর কল্যাণে কাজ করছে। শিক্ষা, দেশীয় সংস্কৃতি লালন ও চর্চার ক্ষেত্রে বেতারের অপরিসীম ভূমিকা রয়েছে। তাই বেতার গণমানুষের গণমাধ্যম। এর সাথে সবসময় থাকা প্রয়োজন আমাদের সকলের।

আলোচনা সভা শেষে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (ডিজিএফ)-এর দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে এবং মেয়ে শিক্ষার্থীদের হাতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখার পক্ষ থেকে ম্যালেরিয়া প্রতিরোধক মশারি এবং রেডিও সেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেতার, জাতীয় সম্প্রচারের পরিচালক ড. মির শাহ আলম।

রেডিও এবং মশারি বিতরণ শেষে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040