|
0709muktarkotha
|
'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানি তাগিদ...............(অডিও গান: ব্যাকগ্রান্ডে চলবে)
শ্রোতাবন্ধুরা,
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ৭ই জুলাই বৃহস্পতিবার বাংলাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে উৎসব। ঈদ আনন্দের হলেও এবার দেশে ঈদ এসেছে এক শোকাবহ পরিবেশে। রাজধানীর গুলশানে আর্টিজান রোস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দেশের মানুষ স্তুম্ভিত, উদ্বিগ্ন। মানুষের মনে আতঙ্কের রেশ এখনো কাটেনি। ঈদের দিন ঈদগাহে মানুষের ঢল নামলেও ভেতরে ভেতরে অনেকের মাঝে আতঙ্ক এবং ভয়ের ছাপ ছিলো। এমনকি ঈদগাহে ঈমামের ঈদের বয়ানেও উঠে এসেছে গুলশান হত্যাকাণ্ডের কথা।
যদিও ঈদের জামাতকে কেন্দ্র করে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে নেওয়া হয়েছিলো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
কিন্তু এর পরেও কিশোরগঞ্জের শোলাকিয়ায় যেখানে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানেও সন্ত্রাসীরা বোমা হামলা করেছে। নিহত হয়েছেন ৪ জন এবং আহত হয়েছেন বহুলোক।
এই ধরনের আতঙ্কের পরেও আমাদের শ্রোতাবন্ধুরা ঈদের দিনটি কিছুটা আনন্দের সাথে পালন করছেন। বিশেষ করে সকালে ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর একে অন্যের সাথে "ঈদ মুবারক" বিনিময় করে কোলাকুলি করা, এরপর বাড়ি বাড়ি গিয়ে মিষ্টিমুখ আর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা এবং নানা উৎসবের মধ্য দিয়ে দিনটি কাটিয়েছেন তারা।
ঈদের পরদিন চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাক্লাব সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা, সিলেটে তাদেঁর কার্যালয়ে আয়োজন করে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের। সেখানে সিআরআই-এর শ্রোতারা তাদেঁর ঈদ উদযাপনের গল্প, বিনোদন এবং আনন্দ আড্ডায় অংশ নেয়।
আমরা এখন এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আনন্দ আড্ডায় অংশগ্রহণকারী কয়েকজনের সাথে কথা বলবো।
(১) মো: জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা;
(২) মেজর আমিন, সদস্য, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা;
(৩) জাহাঙ্গীর, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা;
(৪) শেখ মো: তৌহিদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা;
(৫) মো: চাঁন মিয়া, সভাপতি, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা এবং
(৬) মো: আশরাফ হোসেন খান, সহ-সাধারণ সম্পাদক, সার্ক, সিলেট জেলা শাখা।
শ্রোতাবন্ধুরা,
আপনারা এতক্ষণ শুনছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বন্ধুদের সাক্ষাৎকার।
প্রকৃতপক্ষে ঈদ ধনী-গরীব, আবাল-বৃদ্ধ-বনিতা সব মানুষের জন্য কোনো না কোনোভাবে নিয়ে আসে নির্মল আনন্দের আয়োজন। ঈদ ধর্মীয় বিধিবিধানের মাধ্যমে ধনী-গরিব সকলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার প্রয়াস নেয় এবং পরস্পরের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়। আমরা পৃথিবীর সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আগামী দিনগুলো সুন্দর হোক! হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক! ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আমাদের সম্প্রীতির পরিবেশ বিরাজ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। তাই আসুন, ঈদের নির্মল আনন্দ ছড়িয়ে দিই সবার মনে-প্রাণে। ঈদ মোবারক।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি.......
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |