Web bengali.cri.cn   
সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার উদ্যোগে : ইফতার পার্টি ও আলোচনা সভা
  2016-06-27 09:03:11  cri

(ইফতার পার্টির ব্যানার।)

রমযান হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ ইসলামিক উপবাস সাওম পালন করে থাকে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ত্রিশ দিনে হয়ে থাকে। এ মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর সাওম পালন ফরয, তবে অসুস্থ, গর্ভবতী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। রোজা বা সাওম হল আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিক থেকে সুর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং গুনাহের কাজ থেকে বিরত থাকা।

(চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছেন দিদারুল ইকবাল।)

রমযান মাসে মুসলিমগণ সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পরই যেসব খাদ্য বা পানীয় গ্রহণ করে রোজা ভঙ্গ করেন, তাকে ইফতার বলে এর অর্থ রোজা ভঙ্গ করা।

(আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল (মাঝে)।)

ইফতার শব্দের অন্য অর্থ বিরতি, ভঙ্গ করা বা দিন ও রাতের মধ্যবর্তী সময়ের হালকা খাবার। শরিয়তের পরিভাষায় সূর্য অস্তমিত হওয়ার পর রোজা সমাপ্তির জন্য পানাহার করাকে ইফতার বলা হয়। রমজান মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতার। এ মাসে সবাই একত্রে বসে ইফতার গ্রহণ করেন।

(ইফতার করার অপেক্ষায় ক্লাবের সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ।)

রোজাদার ধনী-গরিব নির্বিশেষে তার পরিবারের ছোট-বড় সব সদস্যকে সঙ্গে নিয়ে সাধ্য অনুযায়ী রকমারি ইফতারসামগ্রী সামনে রেখে নির্দিষ্ট সময়ের অর্থাৎ সূর্যাস্তের অপেক্ষায় বসে থাকেন। একজন রোজাদার সাধারণত ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ইবাদাত আদায় করার মধ্য দিয়ে সময়টি অতিবাহিত করেন। এহেন কঠিন প্রতীক্ষার মধ্যে প্রকৃত রোজাদারের খোদাভীতির পরম শান্তিময় নিদর্শন প্রকাশ পায়।

(ইফতারের পূর্ব মূহুর্ত।)

বাংলাদেশের সর্বত্র রমজান মাসে ইফতারের খাবার হিসাবে পিঁয়াজু, বেগুনী, ছোলা, মুড়ি, হালিম, জিলাপি এসব বেশ জনপ্রিয়।

যাই হোক শ্রোতাবন্ধুরা, এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখা ২০ জুন ২০১৬ সোমবার, সিলেটের আম্বরখানায় হোটেল পলাশে এক ইফতার পার্টি ও আলোচনা সভা'র আয়োজন করেছে।

(ঈফতারের পূর্বে মুনাজাত পরিচালনা করছেন মো: কে এম রফিকুল ইসলাম।)

আমরা চীন আন্তর্জাতিক বেতারের এই শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলবো এবং তাদের আয়োজন সম্পর্কে জানবো।

চীন বেতারকে সাক্ষাৎকার দিয়েছেন যথাক্রমে--------

(১) মো: চাঁন মিয়া, সভাপতি, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখা (Audio: REC_2, 3, 4, 5, 6 & 7)

(২) মো: কে এম রফিকুল ইসলাম, সিলেট (Audio: REC_8)

(৩) তাছলিমা আক্তার লিমা, ভাইস চেয়ারম্যান, সার্ক-কেন্দ্রীয় কমিটি (Audio: REC_9)

(৪) সৈয়দা হাসনা আক্তার, ঘোষিকা, বাংলাদেশ বেতার, সিলেট (Audio: REC_10)

(৫) মো: আশরাফ হোসেন খান, সহ সাধারণ সম্পাদক, সার্ক-সিলেট জেলা শাখা (Audio: REC_11)

শ্রোতাবন্ধুরা,

সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষের আত্মশুদ্ধি, সংবেদনশীলতা, পারস্পরিক সহমর্মিতা ধনী-গরিবের মধ্যকার ভালোবাসার উপলব্ধি ঘটে এবং ইফতার অনুষ্ঠানে এটি আরও বেশি উজ্জ্বল ও উদ্ভাসিত হয়ে ওঠে।

এ মাসে প্রত্যেকে সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকওয়া অর্জনের জন্য আল্লাহ ও তাঁর রাসূলের সকল আদেশ মানা ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চেষ্টা করেন।

আর মাত্র ক'দিন পর অর্থাৎ এই রমজান মাসের শেষদিকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের ১ তারিখে এ দেশের সকল মুসলমান ঈদুল-ফিতরের উৎসবে মেতে উঠবেন। যেটি মুসলমানদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে একটি।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040