Web bengali.cri.cn   
চীনের কমিউনিষ্ট পার্টি
  2016-06-21 15:04:21  cri

চীনের কমিউনিষ্ট পার্টি চীনের শ্রমিক শ্রেণীর অগ্রনী বাহিনী , চীনা জনগণ ও চীনা জাতির অগ্রনী বাহিনী । চীনের কমিউনিষ্ট পার্টি চীনের স্ববৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক ব্রতের প্রধান নেতৃস্থানীয় শক্তি , চীনা কমিউনিষ্ট পার্টি চীনের অগ্রনী উত্পাদন শক্তির উন্নয়ন , চীনের উন্নত সংস্কৃতির অগ্রগতির দিকস্থিতি আর চীনের ব্যাপক জনসাধারনের মৌলিক স্বার্থের প্রতিনিধিত্ব করে ।

 চীনের কমিউনিষ্ট পার্টির সর্বোচ্চ আদর্শ ও চুড়ান্ত লক্ষ্য হলো সাম্যবাদ বাস্তবায়ন করা । চীনের কমিউনিষ্ট পার্টির সনদে বলা হয়েছে , মাক্সবাদ-লেনিনবাদ , মাও সে তুঙ চিন্তাধারা , তেং সিয়াও পিং তত্ব আর তিন প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ চিন্তাধারা হচ্ছে চীনের কমিউনিষ্ট পার্টির পথনির্দেশক চিন্তাধারা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040