Web bengali.cri.cn   
পাই খাই ইউয়ান
  2016-05-03 16:51:13  cri

১৯৪৫ সালে চীনের জিয়াং সু প্রদেশের চাং চৌ শহরে আমার জন্ম ।১৯৬৫ সাল থেকে ১৯৬৯ সাল পযর্ন্ত ঢাকায় বাংলা একাডেমীতে বাংলা শিখেছি।পড়াশোনা শেষে চীন আন্তজার্র্তিক বেতারের বাংলা বিভাগে যোগদান করি ।১৯৮৫ সালে ঢাকায় দ্বিতীয় সাফ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ঝঞ্জার মত উদ্দাম নামে যে ম্যাস জিমন্যাসটিকস দেখানো হয়েছিল আমি তার চীনা কোচ দলের অনুবাদক ছিলাম ।১৯৯১ সাল থেকে ১৯৯২ সাল পযর্ন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করেছি । ৩৬ বছর ধরে ঘোষোক আর আনুবাদক হিসেবে কাজ করার পর ২০০৬ সালের জানুয়ারি মাসে অবসর গ্রহণ করেছি ।বতর্মানে আমি চীনের জাতীয় ট্রান্সলেশন এসোসিয়েশন ও চীনের ভারতীয় সাহিত্য গবেষণা এসোসিয়েশনের ডিরেক্টর ।

পাই খাই ইউয়ানের অনুদিত বাংলা সাহিত্যকর্ম

১,শান্তিনিকেতনের প্রাণের সুর--রবীন্দ্রনাথের তিনশোটি কবিতা। চীনের কুয়াংসি প্রদেশের গণ প্রকাশনালয় থেকে প্রকাশিত।

২,রবীন্দ্রনাথের জীবনদর্শনমূলক কবিতা সংকলন—কণিকা,লেখন ও স্ফুলিংগ।চীন আন্তর্জাতিক বেতারের প্রকাশনালয় থেকে প্রকাশিত।

৩, রবীন্দ্রনাথের গদ্য কবিতা সংকলন—পুনশ্চ,শেষ সপ্তক,পত্রপুট ও শ্যামলি। চীনের চেজিয়াং প্রদেশের সাহিত্য প্রকাশনালয় থেকে প্রকাশিত।

৪,রবীন্দ্রনাথের গীতি কবিতা সংকলন ,চীনের জিয়াংসু প্রদেশের অনুবাদ প্রকাশনালয় থেকে প্রকাশিত।

৫, চীনের কুয়াংতং প্রদেশের সাহিত্য প্রকাশনালয় থেকে প্রকাশিত বিশ্ব কাব্যভান্ডারে অন্তর্ভুক্ত রয়েছে আমার অনূদিত"মধুসদন দত্তের কবিতা--কপোতক্ষ নদ,পুরুরবার প্রতি উবর্শী;বিষ্ণ দের কবিতা—মহাশ্বেতা,ভারতীয় বিমান বাহিনী ,বেনুর জন্য,ছত্তশগড়ীর গান ও ২২শে শ্রাবন; বুদ্ধদেব বসুর কবিতা—অসুর্যস্পর্শ্যা , রবীন্দ্রনাথের প্রতি,কে কোনো কুকুরের প্রতি,স্মৃতির প্রতি,ভিনদেশী,বেশ্যার মৃত্যু;জীবনান্দ দাসের কবিতা—নগ্ন নির্জন হাত,রাত্রিদিন,অদ্ভুত আঁধার এক ভোর,ছটি বোমার ১৯৪২ ও তোমাকে ভালোবাসে;;জসীম উদ্দীনের কবিতা—কবর ;সামসুর রহমানের কবিতা—স্বাধীনতা,প্রলয়ান্তে, আভাস; সৈয়দ আলি আহসানের কবিতা—আমার পুর্ব বাঙলা,সিন্ধু মরুভুমির মধ্যে

৬, রবীন্দ্রনাথের প্রেমের কবিতা সংকলন , চীনের কুয়াংসি প্রদেশের লিজিয়াং প্রকাশনালয় থেকে প্রকাশিত।

৭, রবীন্দ্রনাথের উপন্যাস—নৌকাডুবি,চীনের সানসি প্রদেশের গণ প্রকাশনালয় থেকে প্রকাশিত।

৮, রবীন্দ্রনাথের সনিট সংকলন ,চীনের আনহুই প্রদেশের সাহিত্য প্রকাশনালয় থেকে প্রকাশিত।

৯, বাংলাদেশের লেখিকা দিলারা হাসেমের উপন্যাস--ঘর মন জানালা, চীনের সাংহাইয়ের অনুবাদ প্রকাশনালয় থেকে প্রকাশিত।

১০, রবীন্দ্রনাথের শিশু বিষয়ক কবিতা সংকলন—শিশু ও শিশু ভোলানাথ, চীনের আনহুই প্রদেশের সাহিত্য প্রকাশনালয় থেকে প্রকাশিত।

১১,গঙগা নদীর তপোবন—রবীন্দ্রনাথের প্রবন্ধ সংকলন ,চীনের বেতার ও টিভি প্রকাশনালয় থেকে প্রকাশিত।

১২রবীন্দ্রনাথের ভ্রমণকাহিনী সংকলন--য়ুরোপ প্রবাসীর পত্র,যাভাযাত্রীর পত্র,রাসিয়ার চিঠি ও Talks in China,চীন

১৩,রবীন্দ্রনাথের কাহিনীমুলক কবিতা সংকলন--কথা ও কাহিনী, চীনের সাংহাইয়ের অনুবাদ প্রকাশনালয় থেকে প্রকাশিত।

১৪, চীনের হোপেই প্রদেশের শিক্ষা প্রকাশনালয় থেকে প্রকাশিত রবীন্দ্র-রচনাবলীর চীনা সংস্করণে অন্তর্ভুক্ত রয়েছে আমার অনূদিত কাব্যগ্রন্থ—ভানুসিংহঠাকুরের পদাবলি, সোনারতরী, নদী, চিত্রা, কণিকা,লেখন ,কাহিনী ,কল্পনা ,স্মরণ,শিশু,গীতালি,বলাকা,পলাতকা,শিশুভুলানাথ,পুরবী,বনবাণী,পরিশেষ,পুনশ্চ,বিচিত্রা,শেষসপ্তক,পত্রপুট,শ্যামলীখাপছাড়া ছড়ারছবি,প্রান্তিক, সেঁজুতি, প্রহাসিনী, আকাশপ্রদীপ, নবজাতক, সানাই,রোগশয্যা,আরোগ,জন্মদিনে,ছড়া, শেষলেখা, সহজপাঠ,স্ফুলিংগ। অন্য দুজন অনুবাদকের সংগেযুক্তভাবে অনুদিতকাব্যগ্রন্থ—সন্ধ্যাসংগীত ,প্রভাতসংগীত,ছবিওগান,কড়িওকোমল,মানসী,চৈতালী,নৈবেদ্য, উত্সর্গ,খেয়া ,গীতাঞ্জলি, গীতিমাল্য,মহুয়া ও বীথিকা ।

১৫, রবীন্দ্রনাথের স্মৃতিচারণ—জীবন স্মৃতি,আমার ছেলেবেলা ও চ্ছিন্নপত্র, চীন আন্তর্জাতিক সাংস্কৃতিক আদানপ্র্রদান প্রকাশনালয় থেকে প্রকাশিত।

১৬, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা সংকলন , চীনের কুয়াংসি প্রদেশের লিজিয়াং প্রকাশনালয় থেকে প্রকাশিত।

১৭, রবীন্দ্রনাথের ইংরেজী কাব্যগ্রন্থ Gitanjali, The Gardener,The Crescent moon , Stray birds,gardener,lover'sgift,Fruit Gathering —চীনের বেতার ও টিভি প্রকাশনালয় থেকে প্রকাশিত।

১৮, নজরুল ইসলামের কবিতা সংকলন ,চীনের আন্তর্জাতিক বেতারের প্রকাশনালয় থেকে প্রকাশিত।দুই খন্ড,১০৯৭পৃষ্ঠা,৪১৯টি কবিতা,১৫২টি গান।

১৯, জীবন সম্পর্কিত রবীন্দ্রনাথের রচনা,২০০৯সাল চীনের বাণিজ্য প্রকাশনালয় থেকে প্রকাশিত ।

২০ রবীন্দ্রনাথের ইংরেজী কাব্যগ্রন্থ Crossing Fugitive চীনের বেতার ও টিভি প্রকাশনালয় থেকে প্রকাশিত।

২১ রবীন্দ্রনাথের উপন্যাস – যোগাযোগ , চীনের জাতীয় সংস্কৃতি প্রকাশনালয় থেকে প্রকাশিত।

২২ জীবন প্রসংগে—চীনের বাণিজ্য প্রকাশনালয় থেকে প্রকাশিত ।

২৩ শিক্ষা প্রসংগে—চীনের বাণিজ্য প্রকাশনালয় থেকে প্রকাশিত

২৪ সাহিত্য প্রসংগে চীনের বাণিজ্য প্রকাশনালয় থেকে প্রকাশিত

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040