Web bengali.cri.cn   
গিনেজ বুকে রেকর্ড সৃষ্টিকারী ক্যামেরাম্যান এসতেবান পাসতোরিনো
  2015-09-17 14:34:56  cri



গত অগাস্ট মাসে ৭৯.৩৭ মিটারের একটি ফটোগ্রাফিক ফিল্ম গিনেজ বুকে রেকর্ডসের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এটি গিনেজ কর্তৃপক্ষের স্বীকৃতি পাওয়া বিশ্বের সবচেয়ে লম্বা ফটোগ্রাফিক ফিল্ম। এর ফটোগ্রাফার হচ্ছেন এসতেবান পাসতোরিনো। তিনি ১৯৭২ সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণ করেন। তার এই ফটোগ্রাফিক ফিল্মে চীনের রাজধানী পেইচিংয়ের দ্বিতীয় রিং রোডের পূর্ণাঙ্গ দৃশ্য তুলে ধরা হয়।

পাসতোরিনো বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয় নিয়ে লেখাপড়া শুরু করেন। তবে মাঝপথে তিনি লেখাপড়া বন্ধ করে দিয়ে চিত্রগ্রহণের পথ বেছে নেন।

তারপর তিনি বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি শুরু করেন। চাকরির কারণে তিনি মাঝেমাঝে বিভিন্ন শহরে চিত্রগ্রহণের জায়গা বেছে নেন। তাই অন্যদের তুলনায় বিভিন্ন শহর সম্পর্কে তার মধ্যে একটু গভীর ধারণা তৈরি হয়।

২০১০ সালে এসতেবান এক সাপ্তাহিক ছুটিতে নিজের ক্যামেরা নিয়ে বুয়েন্স আয়ার্সের কেন্দ্রে চলে আসেন। এসময় তিনি প্রথম বারের মতো ৩৯.৫ মিটার দৈর্ঘ্যের ফটোগ্রাফিক ফিল্ম শুটিং করেন।

দু'বছর পর তিনি এই ফিল্মের মাধ্যমে গিনেজ বুকে দীর্ঘতম ফটোগ্রাফিক ফিল্মের রেকর্ডসে আবেদন করেন।

তিন বছর পর হঠাত্ করে এসতেবান '১৮০ চায়না' নামে একটি বিজ্ঞাপন কোম্পানির ইমেইল পান। ইমেইলে '১৮০ চায়না' আশা করে, এসতেবান পেইচিংয়ের দ্বিতীয় রিং রোড ঘুরে বেড়াবেন এবং ক্যামেরার মাধ্যমে রোডের পূর্ণাঙ্গ দৃশ্যের ছবি তুলবেন।

প্রথমে এই আমন্ত্রণ পাওয়ার পর এসতেবান উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ গতবার তিনি ৩৯.৩ মিটারের ফটোগ্রাফিক ফিল্ম শুটিং করার জন্য মাত্র ৩ কিলোমিটার পথ অতিক্রম করেন। তবে পেইচিংয়ের দ্বিতীয় রিং রোডের দৈর্ঘ্য প্রায় ৩৩ কিলোমিটার।

তারপর প্রায় এক মাস টেলিফোন এবং ইমেইলে যোগাযোগের মাধ্যমে আর্জেন্টিনার এই ক্যামেরাম্যান ২০১৫ সালের জুন মাসে চীনে আসেন।

সংবাদদাতাদের কাছে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, এবারের এ শুটিংয়ে কয়েকটি বড় চ্যালেঞ্জ আছে। প্রথমত, ছবি তোলার দৈর্ঘ্য অনেক লম্বা। ৩০ কিলোমিটারেরও বেশি টানা শুটিং করতে হবে। দ্বিতীয়ত, পরিবর্তনশীল আবহাওয়া, শুটিং করার দিন ভালো আবহাওয়া হলে শুটিং ভালো হবে। তৃতীয়ত, যানজট। পেইচিংয়ের ট্রাফিক জ্যামের অবস্থা গুরুতর। শুটিং করার সময় ব্যস্ত মৌসুম এড়াতে হবে। তবে ট্রাফিক জ্যাম এড়াতে চাইলে অবশ্যই সকাল ৫ বা ৬টার সময় শুটিং করতে হবে। তবে এই সময় হলো সূর্য ওঠার সময় এবং আলো স্থিতিশীল নয়।

পরে এক সপ্তাহে এসতেবান গাড়িচালকের সঙ্গে ক্যামেরা ছাড়া পেইচিং দ্বিতীয় রিং রোড এলাকায় যান। তারপর দু'দিন তারা আনুষ্ঠানিকভাবে একটানা শুটিং করেন।

দ্বিতীয় রিং রোডে প্রবেশের আগে ক্যামেরা গাড়ির উপর স্থিতিশীল করে রাখেন। প্রতি ঘণ্টায় ৩৩ বা ৩৪ কিলোমিটার গতি বজায় রেখে গাড়ি সামনে চলতে থাকে।

এসতেবান গাড়ির সহ-চালকের আসনে বসে জিপিএস তত্ত্বাবধান করার সঙ্গে সঙ্গে সময় চেক করেন এবং ক্যামেরা অটোমেটিক্যালি ৩৬০ ডিগ্রি দিক থেকে টানা চিত্র ধারণ করতে থাকে।

৩ অগাস্ট ৭৯.৩৭ মিটারের এই ফটোগ্রাফিক ফিল্ম এসতেবানের নিজের রেকর্ড ভঙ্গ করে। তিনি বলেন, তিনি এই ছবি রাজধানীর জাদুঘরকে উপহার হিসেবে দেবেন। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040