|
filmmusic
|
প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো। আজকের অনুষ্ঠানে আমি 'The Journey of Flower' (দ্য জার্নি অব ফ্লাওয়ার) নামে চীনের একটি টিভি নাটকের বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের। আশা করছি সবাই গানগুলো পছন্দ করবেন।
এই টিভি নাটকটি কুও কুওয়ের একই নামের উপন্যাস অবলম্বনে রিমেক করা হয়। এতে হুয়া ছিয়েন কু নামে এক মেয়ে এবং পাই চি হুয়া নামে একটি পরীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আমরা একসঙ্গে এ টিভি নাটকের বেশ কয়েকটি গান উপভোগ করবো।
প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'বলা যায় না'।
এ গানে বলা হয়েছে, তোমার হাত দিয়ে আমার তালাবদ্ধ হাত খুলে দাও। আমার ভালোবাসা কখনও পরিবর্তন হয় নি। তোমাকে হারানো মানে নিজের আত্মা হারানো। ভাগ্য সবসময়ই আমার সঙ্গে হাসি-ঠাট্টা করে। আমি তোমাকে মনের কথা বলতে চাই। তবে বলতে পারি না। সবকিছু বাতাসের সঙ্গে উড়ে যেতে দাও।
আচ্ছা বন্ধুরা, এখন পুরো গানটি শোনা যাক।
প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'মনের আগুন'।
এ গানের সুর অনেক শক্তিশালী, প্রাণবন্ত ও সমৃদ্ধশালী। গায়কের কন্ঠে হালকা বেদনা নিখুঁতভাবে ভালোবাসা, ঘৃণা ও কষ্ট হয়ে প্রকাশিত হতে সক্ষম।
প্রিয় বন্ধুরা, এখন আমি যে গানটি বাজাবো তার নাম 'রিং'। রিং হলো গাছের বয়স লিপিবদ্ধ করার এক ধরনের নিয়ম। টিভি নাটকে হুয়া ছিয়েন কু সমুদ্রের নিচে ১৬ বছর ধরে আটকে থাকেন। এসময় পাই চি হুয়া দিন রাত তার পাশে থাকেন। তাদের প্রেমের গল্পে অনেক উষ্ণতা আছে, দয়া আছে, সৌন্দর্য আছে এবং আছে আশা।
আচ্ছা, এখন আমরা পুরো গানটি শুনবো।
শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'রাত'। টিভি নাটকে হুয়া ছিয়েন কু এবং পাই চি হুয়া একে অপরকে গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও নানা কারণে তাদের দু'জনের ভালোবাসার কোনো পরিণতি ঘটে নি। দারুণ দুঃখজনক একটি ব্যাপার।
শ্রোতাবন্ধুরা, এখন সবাই মিলে 'চিরকাল' নামে আরেকটি গান শুনবো। এ গান চীনা সঙ্গীতের সুস্পষ্ট বৈশিষ্ট্যে ভরপুর।
শ্রোতা, এখন সবাই মিলে 'অনন্ত ভালোবাসা' নামে এ টিভি নাটকের আরেকটি গান শুনবো। গানের শিরোনাম থেকে এর প্রধান বক্তব্য বোঝা যায়। তাই না? এই নাটকে হুয়া ছিয়েন এবং পাই চি হুয়ার ভালোবাসা সত্যিই মুগ্ধ করে সবাইকে।
প্রিয় শ্রোতা, এখন আমরা 'Where Are All The Time' নামে চীনের একটি সিনেমার বেশ কয়েকটি গান শুনবো।
এই সিনেমায় কয়েকটি প্রধান চরিত্রের মমতার বন্ধন, প্রেম ও মৈত্রীকে কেন্দ্র করে চলা এক একটি মুগ্ধ গল্প তুলে ধরা হয়েছে। এতে পার হয়ে যাওয়া সময় ও জীবন নিয়ে আত্মসমালোচনা করা হয়।
বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'সময় ভালোবাসার প্রতিনিধিত্ব করে'।
এ গানে বলা হয়েছে, 'আত্মীয়স্বজন আমাদের কাছ থেকে দূরে চলে গেলে আমরা বেদনা বোধ করবো। প্রিয়জন আমাদের কাছ থেকে বিদায় নিলে আমরা পরিতাপ করবো। সারা বিশ্বকে পরাজিত করা সত্ত্বেও, সময়ের সামনে আত্মসমর্পন করতে হবে।
প্রিয়জনকে বেশি সময় দাও। সবকিছু হারানোর পর পরিতাপ করলে কোনো ক্ষতিপূরণ হবে না'।
আচ্ছা, এখন আমরা পুরো গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে আজকের অনুষ্ঠানের শেষ গানটি উপভোগ করবো। গানের শিরোনাম 'বড় হওয়া'।
এ গানে মানুষ হিসেবে বড় হওয়ার কঠোর প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। তাহলে শুনুন এ গানটি।
সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।
আগামী সপ্তাহে আবারো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |