Web bengali.cri.cn   
রহস্যময় সি সিয়া রাজবংশ
  2015-07-23 11:28:11  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আজকের অনুষ্ঠানে আমি 'রহস্যময় সি সিয়া রাজবংশ' নামে চীনের একটি তথ্যচিত্রের বেশ কয়েকটি গান আপনাদের শোনাবো। আশা করি সবাই পছন্দ করবেন।

মহাকাব্য আকারের এই 'রহস্যময় সি সিয়া রাজবংশ' নামের তথ্যচিত্রটি হলো চীনের 'নিংসিয়া হু' জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রকল্প।

'সি সিয়া' হলো প্রাচীনকালে চীনের উত্তর পশ্চিমাঞ্চলে 'তাং সিয়াং' জনগণের উদ্যোগে প্রতিষ্ঠিত উপজাতিয় সামন্ততান্ত্রিক রাজবংশ।

খ্রিষ্ট্রীয় ১০৩৮ সালে ইউয়েন হাও নামে একজন রাজা 'সিং ছিং ফু' নামে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি সেই দেশকে 'তা সিয়া' নামে নামকরণ করেন। (বর্তমানের নিংসিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানি ইন ছুয়েন শহর)

'তা সিয়া' রাষ্ট্র চীনের পশ্চিমাঞ্চলে অবস্থিত। তাই তার আরেকটি নাম হলো 'সি সিয়া'। চীনা ভাষায় সি মানে পশ্চিম। 'সি সিয়া' রাষ্ট্রের প্রশাসনিক অঞ্চল অনেক ব্যাপক। খ্রিষ্ট্রীয় ১২২৭ সালে মঙ্গোলিয়ারা আক্রমণ করে 'সি সিয়া' রাষ্ট্র ধ্বংস করে ফেলে। 'সি সিয়া' রাজবংশের ১৮৯ বছরব্যাপী ইতিহাসে মোট ১০ জন রাজা ছিলেন।

'রহস্যময় সি সিয়া রাজবংশ' তথ্যচিত্রটি সাম্প্রতিক বছরগুলোতে 'সি সিয়া' সম্পর্কিত গবেষণার সর্বশেষ ফলাফলের ভিত্তিতে নির্মিত। এ তথ্যচিত্রে এই রাজবংশের জন্ম থেকে ধ্বংস হওয়া পর্যন্ত ইতিহাসকে টিভি অনুষ্ঠানের সবচেয়ে উন্নত কৌশলের মাধ্যমে প্রাণবন্ত ও সুস্পষ্টভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই রহস্যময় 'সি সিয়া রাজবংশ' ইতিবৃন্ত তুলে ধরা হয়েছে পরিপূর্ণভাবে।

প্রিয় বন্ধুরা, দর্শকদের কাছে সি সিয়া রাজবংশের ইতিহাস তুলে ধরার জন্য এ তথ্যচিত্রের পরিচালক চিন থিয়ে মু এবং তার গ্রুপ সি সিয়ার ইতিহাস সম্পর্কিত ব্যাপক বই ও তথ্য পড়েছেন। তথ্যচিত্রের নির্মাণ প্রক্রিয়ায় অংশ নেয়ার জন্য তারা ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ এবং স্থপতিসহ বিভিন্ন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানান। এ তথ্যচিত্রের নির্মাতা দল চীনের ৮টি প্রদেশ, ১৫টি স্বায়ত্তশাসিত রাজ্য এবং ২৬টি জেলায় গিয়ে শুটিং করেন। তা ছাড়া রাশিয়ার সেন্ট পিটারসবার্গে গিয়ে 'সি সিয়া' রাজবংশের বেশ কিছু মূল্যবান পুরাকীর্তির শুটিং করা হয়। এ সময় 'সি সিয়া' বিষয়ক বিদেশি গবেষক ও বিশেষজ্ঞদের সাক্ষাত্কার নেওয়া হয়।

আসলে শুটিং করার আগে এ তথ্যচিত্রের পরিচালক চিন থিয়ে মুন 'উচ্চ গুণগত মানসম্পন্ন তথ্যচিত্র' নির্মাণের নিয়ম ও লক্ষ্য নির্ধারণ করেন। ইতিহাসের সত্যতার ওপর সম্মান প্রদর্শনের ভিত্তিতে 'রহস্যময় সি সিয়া রাজবংশ' তথ্যচিত্রে 'গল্প বলার পদ্ধতিতে' পুরোপুরিভাবে চাক্ষুষ ভাষা ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষকদের ধারণায়, 'রহস্যময় সি সিয়া রাজবংশ' তথ্যচিত্রে ঐতিহাসিক ভিত্তি ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের ওপর নির্ভর করে বিশ্বের একমাত্র 'সি সিয়া' সভ্যতার অনুসন্ধারের মাধ্যমে সত্যিকার ও প্রাণবন্তভাবে 'তাং সিয়াং' জাতির জন্ম ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে সার্বিকভাবে রাজনীতি, অর্থনীতি, সামরিক ক্ষেত্র, সংস্কৃতি ও ধর্মসহ বিভিন্ন বিষয়ে 'সি সিয়া' রাজবংশের উজ্জ্বল সাফল্য ও 'সি সিয়া' সংক্রান্ত গবেষণার সর্বশেষ ফলাফল প্রদর্শিত হয়েছে। তাই কোনো কোনো বিশেষজ্ঞ বলেছেন, 'রহস্যময় সি সিয়া রাজবংশ' তথ্যচিত্রটি টিভি ডকুমেন্টারীর মাধ্যমে 'সি সিয়া' সংস্কৃতি সম্পর্কে সবচেয়ে নির্ভশীল ও তথ্যবহুল প্রদর্শনী'।

প্রিয় শ্রোতা, 'রহস্যময় সি সিয়া রাজবংশ' তথ্যচিত্রের মোট ১০ টি পর্ব আছে। আগ্রহ থাকলে নেটে একটু খুঁজে দেখবেন।

প্রিয় শ্রাতাবন্ধুরা, এতক্ষণ আপনারা 'সি সিয়া' রাজবংশের ইতিহাস এবং 'রহস্যময় সি সিয়া রাজবংশ' তথ্যচিত্র নির্মাণের ইতিবৃন্দ শুনলেন। 'সুরের ধারায়' অনুষ্ঠানে এখন আমরা এ তথ্যচিত্রের বেশ কয়েটি গান শুনবো।প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তা হলো এ তথ্যচিত্রের থিম সঙ্গীত।

প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'সি সিয়া সংক্রান্ত গান'।

গানের কথা এমন, কালো চুল এবং লাল মুখ/আমাদের পূর্বপুরুষের পাথুরে শহর নদীর পাশে অবস্থিত।/চলুন, ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে যাবো।/আশেপাশের horn হর্ণের কন্ঠস্বর বেজে ওঠে,/কোনো শক্তিই আমাদের বাহিনীকে ঠেকাতে পারবে না। /জয়ী হওয়ার পর দেশের মাটি গরু ও ছাগলে ভরপুর হবে।/আশা করি, ভবিষ্যতে আর কোনো যুদ্ধ নেই।/ফুল ও ঘাসের ঘ্রাণে ভরে যাবে চারদিক...।

কি সুন্দর কথাগুলো! তাই না বন্ধুরা। চলুন, এখন পুরো গানটি শোনা যাক।

প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে এ তথ্যচিত্রের আরেকটি গান শুনবো।

বন্ধুরা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'রহস্যময় জায়গা'।শ্রোতা, আমি এখন এ তথ্যচিত্রের আরেকটি আবহসঙ্গীত শোনাবো আপনাদের।

প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে 'তিব্বতি জাতির নারী-পুরুষ' নামে এ তথ্যচিত্রের আরেকটি গান শুনবো।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে এখন যে গানটি শুনছেন তার নাম 'স্থানান্তরিত'।

শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের নিয়ে 'উদ্বেগ' নামে এ তথ্যচিত্রের আরেকটি আবহসঙ্গীত শুনবো।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'দূরদূরান্তের জায়গা'।

বন্ধুরা, চলুন, আমার একসঙ্গে 'বৃত্ত' নামে এ তথ্যচিত্রের আরেকটি গান উপভোগ করবো। জীবন একটি বৃত্তের মতো এ কথাই যেন এ গানে বলা হয়েছে।

প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে 'রহস্যময় সি সিয়া রাজবংশ' তথ্যচিত্রের আরেকটি আহবসঙ্গীত শুনবো।

বন্ধুরা, এখন আমরা আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানের শেষ সঙ্গীতটি উপভোগ করবো।

সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

আগামী সপ্তাহে আবারো আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040