Web bengali.cri.cn   
বিগেন এগেইন
  2015-07-16 13:54:42  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা,

আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? আজকের অনুষ্ঠানে আমি 'Begin Again (বিগেন এগেইন)' নামে যুক্তরাষ্ট্রের একটি সিনেমার বেশ কয়েকটি গান শোনাবো আপনাদের।

'Begin Again' সিনেমাটিতে ভালোবাসা, বিভ্রান্তি ও হৃদয়গ্রাহী বেশ কিছু সঙ্গীত তুলে ধরা হয়েছে।

সিনেমার প্রধান নারী চরিত্র Greta (গ্রেটা) তার সঙ্গীতজ্ঞ ছেলেবন্ধুর সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। সেখানে তারা নিজেদের সঙ্গীত জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে চান। তবে যুক্তরাষ্ট্রে আসার পর গ্রেটার জীবনে বেদনাদায়ক একটি ঘটনা ঘটে। ভালো একটি চাকরির সুযোগ পাওয়ার পর তার ছেলেবন্ধুটি অন্য এক মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন।

ভালোবাসা হারিয়ে গ্রেটা যুক্তরাষ্ট্রের এক অচেনা বড় শহরে বড় কষ্টে পরে যান। জীবন কাটাতে সঠিক পথ খুঁজে বের করতে পারেন না। তিনি দারুণ হতশাবোধ করেন।

অন্যদিকে চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্র Dan (ড্যান) একজন সঙ্গীত নির্মাতা। তার জীবন এলোমেলো হয়ে রয়েছে। নিজের মেয়ে জীবনের বয়ঃসন্ধিতে রয়েছে এবং বাবার কথা একদম শোনে না। মাঝে মাঝে তিনি তার সাবেক স্ত্রীকেও ভুলতে পারেন না।

সবকিছু হারানো এ দু'জন একটি ছোট্ট মদের দোকানে মিলিত হন। তাদের ভবিষ্যত কি হবে? ভাগ্য তাদের জন্য কি নিয়ে অপেক্ষা করে আছে? তাদের দু'জনের মধ্যে কি ধরনের রোমান্টিক ব্যাপার ঘটবে? আগ্রহ থাকলে ইন্টারনেটে একটু খুঁজে দেখবেন শ্রোতা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে 'বিগেন এগেইন' সিনেমার বেশ কয়েকটি গান উপভোগ করবো।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'Lost Stars '। অর্থাত 'হারানো তারা'। আশা করছি, সবাই গানটি পছন্দ করবেন।

প্রিয় বন্ধুরা, এখন সবাই মিলে 'Tell Me If You Wanna Go Home ' নামের গানটি শুনবো। এ গানে প্রেম থেকে বিচ্যুত হওয়া সিনেমার প্রধান নারী চরিত্র গ্রেটার মনকষ্ট এবং ছেলেবন্ধুর সঙ্গে আগের মিষ্টি সম্পর্কে আবার ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশিত হয়েছে।

সুপ্রিয় শ্রোতা, এখন আমি আপনাদের 'No One Else Like You' নামে একটি গান শোনাবো।

শ্রোতাবন্ধুরা, সবাই মিলে 'Horny ' নামে গানটি শুনবো।

প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার শিরোনাম 'Lost Stars'। অর্থাত 'হারানো তারা'। এই গানে 'গ্রেটা'র নিজের পায়ের ওপর নির্ভর করে জীবন আবারো শুরু করার দৃঢ়প্রতিজ্ঞা তুলে ধরা হয়েছে।

শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'A Higher Place '। জীবন মাঝে মাঝে আমাদের সঙ্গে হাসিঠাট্টা করে। তবে সাহসীকতার সাথে সামনে এগিয়ে গেলে আমরা নিজেদের শক্তি আবিষ্কার করতে পাড়ি এবং নতুনভাবে আরো উচুতে পৌঁছাতে পাড়ি। তাই না বন্ধুরা?

প্রিয় বন্ধুরা, আপনারা এখন যে গানটি শুনছেন তার শিরোনাম 'Like a Fool'। বলা যায়, প্রেমে জড়িয়ে পড়া একজোড়া প্রেমিক প্রমিকার আচার-আচরণ মাঝে মাঝে বোকার মতো হয়। এ ব্যাপারে চীনে একটা কথার প্রচলিত আছে, 'যারা প্রেমে জড়িয়ে পড়েন, তাদের আইকিউ শূন্যের কোঠায়'। আসলে প্রেমে পড়লে সকলে কেমন যেন বোকা হয়ে যান। চলুন, তাহলে এই বোকা প্রেমিক-প্রেমিকাদের নিয়ে লেখা গানটি এখন আমরা উপভোগ করি।

সুপ্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'Did It Ever Cross Your Mind '। এখন পুরো গানটি শোনা যাক।

শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম 'Women of the World'। আজও মেয়েরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। আসলে এই বিশ্বে নারীদের অবশ্যই পুরুষের সঙ্গে সমান অধিকার উপভোগ করা উচিত। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সবার প্রচেষ্টা খুব দরকার। এই গানটিতে যেন এসব কথাই তুলে ধরা হয়েছে। চলুন, গানটি সবাই।

প্রিয় শ্রোতা, এখন সবাই মিলে আজকের সুরের ধারার শেষ গানটি উপভোগ করবো।

আমাদের আজকের শেষ গানের নাম 'Tell Me If You Wanna Go Home'। 'বাড়ি' এই শব্দটি উল্লেখ করলে আপনার মনে কি ধরনের দৃশ্য ভেসে ওঠে? 'হোম, হোম সুইট হোম; দেয়ার ইজ নো প্লেস লাইক হোম'।

আমি মনে করি, বাড়ি যেন বন্দরের মতো, প্রত্যেক মানুষ যেন এক একটি জাহাজের মতো। জাহজ যত দূর-দূরান্তেই চলে যাক না কেন, কোনো একদিন তাকে অবশ্যই বন্দরে পৌঁছাতে হবে। বাড়ি হলো আমাদের হৃদয়ে এক উষ্ণ বন্দর। চলুন, বন্ধুরা আমরা এখন গানটি শুনি।

সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। তবে, বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

আগামী সপ্তাহে আবারো আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040