Web bengali.cri.cn   
চীনের 'থোং শেং থোং সি' নাটকের গ্রুপের 'প্লেব্যাক থিয়েটার'
  2015-06-18 18:48:51  cri

ছুন হুই বলেন, 'থিয়েটারের এক ধরনের স্নেহশীল শক্তি আছে। এমন কোনো কোনো বিষয় আছে যা সহজভাবে প্রকাশ করা সম্ভব হয় না, কিন্তু তা প্লেব্যাক থিয়েটারের মাধ্যমে প্রকাশ করা সম্ভব। এই থিয়েটারের বড় বৈশিষ্ট্য হলো তা কখনও নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে না, তবে সবার সামনে ঘটনা তুলে ধরে।'

সম্পূর্ণভাবে 'প্লেব্যাক থিয়েটার' সম্পর্কিত কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি সম্প্রতি তার শিক্ষকতার পেশা থেকে পদত্যাগ করেন। তিনি আশা করেন, সীমাবদ্ধ জীবন ছোট হলেও এখানে তিনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন।

'প্লেব্যাক থিয়েটারের' সহ-প্রতিষ্ঠাতা জনাথন ফক্স এই আকাঙ্ক্ষা পোষণ করেন যে, ভবিষ্যতে কোনো একদিন বিভিন্ন কমিউনিটিতে প্লেব্যাক থিয়েটারের মঞ্চ থাকবে। মঞ্চে অভিনেতা-অভিনেত্রীরা যেকোনো সময়ে থিয়েটার পরিবেশনের জন্য প্রস্তুত থাকবেন। মানুষ অফিসে যাওয়া বা অফিস থেকে বাসায় ফেরার পথে মঞ্চের কাছ দিয়ে যাওয়ার সময় এই মঞ্চে তাদের গল্প শেয়ার করতে পারবেন। তারপর অভিনেতা-অভিনেত্রীরা মঞ্চে এসব মানুষের গল্প পরিবেশন করবেন।

জনাথন ফক্সের এই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে প্লেব্যাক থিয়েটারের চূড়ান্ত লক্ষ্য প্রতিফলিত হয়। তা হলো গল্পের মাধ্যমে একে অপরকে সেবা করা। এই গল্প বলা এবং গল্প পরিবেশন করার মাধ্যমে দর্শকদের সঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের একধরনের সমঝোতা ও বন্ধুত্ব তৈরি হয় এবং মানুষের সঙ্গে মানুষের যে ব্যবধান তা কমে আসে।

ছুন হুই বলেন, 'আপনি বলেন আমি শুনি এবং আপনাকে বোঝার চেষ্টা করি, বরং আপনার পর্যালোচনা করি না। যেমন আপনি একটি বল ছুঁড়ে মারেন এবং আমি সেই বল ধরি।' ছুন হুইয়ের চোখে অন্যদের জন্য গল্প পরিবেশন করা যেন অন্যদের জীবনের প্রক্রিয়ায় যোগদান করার মতো।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040