|
0602minyue
|
'আর হু' হচ্ছে চীনের বিখ্যাত তার টানার একটি বাদ্যযন্ত্র।
প্রথমে শুনুন 'আর হু' সুর 'জুং হুয়া লিউ পান'।
'আর হু'র গঠন খুবই সহজ। কাঠের তৈরি একটি সরু দণ্ড , ৮০ সেন্টিমিটার লম্বা। দণ্ডে লাগানো রয়েছে দুটো তার। দণ্ডের নীচে বসানো রয়েছে পেয়ালা আকারের ক্যানিস্টার। আর আছে ঘোড়ার লেজ দিয়ে তৈরি ধনুক। শুনুন 'আর হু' সুর 'আর ছুয়ান ইং ইয়ুয়ে'।
'আর হু' বাজানোর সময় শিল্পীদের বসতে হয়। তারা বাম হাত দিয়ে 'আর হু' ধরেন এবং ডান হাত দিয়ে ধনুক ধরেন। শুনুন 'শান তুং শিয়াও ছুই'।
'আর হুর' আওয়াজের প্রচুর প্রকাশ-শক্তি রয়েছে। যেহেতু 'আর হুর' আওয়াজ একটু বেদনাময়, সেহেতু তা দিয়ে গভীর ভাবানুভূতি প্রকাশ করা হয় । শুনুন 'লিউ লাং জ্য জি ক্য'
'আর হুর' নির্মাণ সহজ এবং দামও সস্তা। 'আর হু' হচ্ছে চীনা জনগণের খুবই জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র । শনুন 'তি ই আর হু খুয়াং শিয়াং ছুই'।
সুপ্রিয় শ্রোতা, আজকের এ সময়ের 'সুরের ধারা' অনুষ্ঠান এ পর্যন্তই। শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। (স্বর্ণা/টুটুল)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |