Web bengali.cri.cn   
বিশ্বাস, স্বাধীনতা ও বন্ধুত্বের চলচ্চিত্রের 'দ্য শউশাঙ্ক রিডেম্পশন'
  2015-04-02 08:46:48  cri

অন্য দিকে জেলখানায় একটি লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য রাজ্যপালকে নিয়মিত চিঠি লেখেন অ্যান্ডি। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় জেলখানায় লাইব্রেরি নির্মাণে অর্থ প্রদান করে রাজ্যপাল।

একদিন এক তরুণ কয়েদি শউশাঙ্ক জেলখানায় আসেন। তিনি যখন অন্য জেলখানায় ছিলেন তখন তিনি অ্যান্ডির মামলার কথা শোনেন এবং সত্যিকার হত্যাকারীকেও চেনেন। যখন অ্যান্ডি জেলখানার প্ররক্ষের কাছে পুনরায় নিজের মামলার শুনানির অনুরোধ করেন তখন প্ররক্ষক তাঁর এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, এ কারণে অ্যান্ডিকে দু'মাসের কারাবাসের শাস্তি প্রদান করেন।

অ্যান্ডির মুক্তি এড়ানোর জন্য প্ররক্ষক কৌশলে সেই তরুণ কয়েদিকে হত্যা করেন। নিষ্ঠুর বাস্তবতায় বিষণ্ণ হয়ে ওঠেন অ্যান্ডি। একদিন তিনি রেডকে বলেন, 'ভবিষ্যতে যদি তুমি কোনো একদিন প্যারোলে মুক্তি পাও, তাহলে আমার একটি ইচ্ছা পূরণ করবে । আমার স্ত্রীর সঙ্গে প্রথম আমি যেখান অভিসারে গিয়েছিলাম তুমি সেখানে যাবে। সেখানে একটি বক্স লুকানো আছে, সেই বক্সটি খুললে তুমি সবকিছু বুঝতে পারবে'।

একথা শোনার পর সেই রাতেই জেলখানা থেকে পালাতে সক্ষম হন রেড।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040