|
প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'Shifu Faces Tai Long '। চলচ্চিত্রে শিফু একজন কুংফু মাস্টার হিসেবে সেই পাণ্ডাকে কঠোরভাবে প্রশিক্ষণ প্রদান করেন।
প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম হলো 'Panda Po'। উল্লেখ্য, চলচ্চিত্রে সেই কুংফু পাণ্ডার নাম হলো 'পো'।
আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান কেমন লাগলো? আশা করি, চীনের সঙ্গীতের উপাদানে ভরপুর 'কুংফু পাণ্ডা' চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক শোনার পর সবাই মজা পেয়েছেন।
কথা বলতে বলতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেয়ার পলা। তবে, বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আগামী সপ্তাহে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন।
(লিলি/টুটুল)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |