Web bengali.cri.cn   
উরুমকির সাবওয়ে লাইন-১
  2015-03-10 09:36:47  cri

২০১৫ সালে সিন চিয়াং জাতীয় স্বায়ত শাসিত অঞ্চলের পরিকল্পনা হচ্ছে, চলতি বছরে ৮ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করে ৩৪টি গুরুত্বপূর্ণ জলসেচ প্রকল্প প্রতিষ্ঠা করে দেশের জলসেচ উন্নয়ন দ্রুততর করা হবে। ফলে বর্তমানে জলসেচের অবকাঠামো ব্যবস্থার অবস্থার আরো উন্নত হবে।

খা লা পেই লি এবং এলটাস অঞ্চলসহ বিভিন্ন বড় জলসেচ সংযোগস্থল প্রকল্প সিন চিয়াং স্বায়ত শাসিত অঞ্চলের প্রধান আকর্ষণ। এধরনের আরো ১৩টি জলাধার নির্মাণ করা হবে। প্রকল্পগুলো ভালভাবে চালানোর নিশ্চয়তা দিয়েছে সরকার এবং সংশ্লিষ্ট বিষয়ে তত্ত্বাবধান ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি উরুমকির সাবওয়ে লাইন-১ নির্মাণ প্রকল্পের জন্য 'custom-made' , 'ইয়া সিন-১' নামক shield machine নির্মান সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুন মাসে উরুমকিতে সাবওয়ে লাইন-১ নির্মাণ কাজের প্রকল্পটির প্রক্রিয়া দ্রুততর করা হবে।

উরুমকির সাবওয়ে লাইন-১ সান থুন পেই থেকে ডি উও পাও আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত। এ লাইনটি ২৭.৬ কিলোমিটার। লাইনে মোট ২১টি স্টপেজ রয়েছে।

সিন চিয়াং'র পাও কাং কোম্পানির বিনিয়োগে প্রথম ইস্পাততুল্য-মালবাহী বগি-রেলপথ-লাইন ২৮ ফেব্রুয়ারি থেকে প্রথম বারের মত চালানো শুরু হয়েছে।

এ ট্রেনের ১৮টি বগি ও মোট ৩৬টি মালবাহী বগি আছে। এতে ২ হাজার টন ইস্পাত রয়েছে। এ ট্রেন ৫০১ অঞ্চল থেকে কাজাকাস্তান ও তুর্কমেনিস্তানে পৌঁছতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040