Web bengali.cri.cn   
শহর পরিছন্ন দিন
  2015-03-10 09:33:46  cri

১ মার্চ থেকে দুই অধিবেশনে অংশগ্রহণকারি দেশ-বিদেশী সংবাদদাতা সংবাদ সংগ্রহের কাজ শুরু করেছেন। জানা গেছে, ২০১৫ দুই অধিবেশনে দেশ-বিদেশী সংবাদদাতার সংখ্যা ৩ হাজারেরও বেশি।

চলতি বছরের দুই অধিবেশনে ধারাবাহিকভাবে দূরদর্শিতার সঙ্গে কাজ চলবে। সংবাদদাতারা ২ মার্চ পেইচিংয়ের রেলপথ কার্যালয়ে দুই অধিবেশনে অংশগ্রহণকারী সদস্যেদের লাঞ্চের আয়োজন সম্পর্কে জানতে পেরেছেন। রেলপথ কার্যালয়ে ১০টি ডিশ ও পাঁচ রকমের প্রধান খাবার পরিবেশন করা হয়। কোন মদ্যজাতীয় পানীয় দেয়া হয়নি। শুধু পানি, লেবু পানি ও আপেলের জুস দেয়া হয়।

চীনের দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশন ৩ মার্চ বিকেলে ৩ টায় রাজধানী পেইচিংয়ে শুরু হয়েছে। ১৩ দিনব্যাপী এই অধিবেশন আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। ২ মার্চ বিকেলে দ্বাদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের মুখপাত্র ল্যু সিন হুয়া এক সংবাদ সম্মলনে দেশী-বিদেশী সংবাদদাতাদের এবারের অধিবেশনের সংশ্লিষ্ট অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি জানিয়েছেন, ২ মার্চ পর্যন্ত ৯৪৫টি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। অন্তঃমঙ্গোলিয়ার হহট শহরের শুল্ক বিভাগ প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, চীনের উত্তর-পূর্বাঞ্চলে clearance/ be cleared by the customs-এর একত্রীকরণ সংস্কার ১ মে আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হবে।

হহট শুল্ক বিভাগের অন্য এক তথ্যে জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলের শুল্ক বিভাগগুলো ইতিবাচকভাবে clearance তথ্যায়ণ পদ্ধতি গবেষণা করে একত্রীকরণ সংস্কার কাঠামো প্রতিষ্ঠা করা হবে।

দুই অধিবেশন আয়োজনের পাশাপাশি থিয়েন আন মেন মহাচত্বরের কাছাকাছি Patriotic Health Campaign Committee 'শহর পরিছন্ন দিন' নামক একটি তত্পরতা চালিয়েছে। এ অঞ্চলের ৪৫টি কোম্পানির ৮শ জন কর্মকর্তারা এ তত্পরতায় অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040