Web bengali.cri.cn   
Maslenitsa দিবস
  2015-03-03 17:45:24  cri

চীনারা আনন্দিতঘন উতসবের মাধ্যেম নববর্ষ পালন করার পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ রাশিয়াও নিজের ঐতিহাসিক অনুষ্ঠান Maslenitsa উদযাপন করেছে।

Maslenitsa দিবস এবং বসন্তকালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাশিয়ানরা শীতকাল শেষে সুন্দর বসন্তকালকে স্বাগত জানায়।

রাশিয়ানরা বছরের ছয় মাসই শীতকাল কাটান। সেজন্য বসন্তকাল তাদের জন্য যেন প্রকৃতির সেরা উপহার। বসন্তকাল আসার সঙ্গে সঙ্গে দিন বড় হয়ে যায়। রাতও হয় দেরি করে। শীতে কষ্ট কাটিয়ে জীবেন সজীবতা-স্বাভাবিকতা ফিরে আসে। সবকিছুই পুনরুদ্ধার করা শুরু হয় যেন।

Maslenitsa উদযাপনের দিনটিতে রাশিয়ার রাজধানীর মস্কোর গোর্কি পার্কে খুবই সরগরম থাকে। বিভিন্ন নৃত্য ও গানের অনুষ্ঠান ছাড়াও অনেক সুস্বাদ্যু খাবারও বিক্রি হয় এসখানে। পার্কের রাস্তায় তরুণ-তরুণীরা দেশের ঐতিহ্যিক পোশাক পরে পর্যটকদের মধ্যে perform করে। তারা কাঁসর ড্রাম বাজায়, গান গায়, নাচে এবং উচ্চ স্বরে বলতে 'শীতকাল শেষ, শীতকাল শেষ!' 'বসন্তকালকোথায়?''সব পাপ বিলীন হয়ে যাবে এবার'।

 একজন স্থানীয় নাগরিক এ প্রসঙ্গে বলেছেন,

'আমি খুবই খুশি। আমি Maslenitsa দিবসটিকে ভালবাসি! আমার স্বামী ও আমি উপকন্ঠ থেকে এখানে এসেছি। কারণ এখানে আমরা আনন্দিতময় পরিবেশে দিনটি উপভোগ করতে পারছি। হ্যাঁ, আমরা একটি আশাবাদী জাতি। যে কোনো অবস্থায় আমরা খুশি হওয়ার কারণ খুঁজতে পারি!"

Maslenitsa দিবস সপ্তাহব্যাপী পালিত হয়। সর্বশেষ দিন হচ্ছে forgiveness day। সেদিন সন্ধ্যায় ধানের খড় দিয়ে তৈরি পুতুলে আগুন ধরিয়ে দেয়া হয়। মানে আনুষ্ঠানিকভাবে শীতকালকে বিদায় জানানো হয়। কারণ রাশিয়ানরা মনে করে ধানের খড় দিয়ে তৈরি পুতুল পুড়িয়ে গত বছরের সব নেতিবাচক বিষয় ধ্বংস করা হয়। খড় দিয়ে তৈরি পুতুলে আগুন লাগিয়ে দিয়ে একটি নতুন সময়ের শুরু করা হয়।

Maslenitsa দিবসের অভাবিত একটি সুস্বাদ্যু খাবার হচ্ছে পাতলা প্যানকেক। এই পাতলা প্যানকেকের সঙ্গে রাশিয়ানরা caviar, Salmon, পনির, ছত্রাক বা mashed potatoes খেতে ভালোবাসেন। রাশিয়ানদের জন্য গোলাকার পাতলা প্যানকেক হচ্ছে সূর্য্যের প্রতীক।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040