Web bengali.cri.cn   
মহান চুয়াং সংখ্যালঘু জাতির নৃত্যনাটক 'চুউ মেং চুং হুয়া' ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে
  2015-03-03 17:40:48  cri

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র চীনের কূটনৈতিক দূতাবাস যৌথভাবে আয়োজিত 'হুয়ান লে ছুন চিয়ে' ও 'চুং হুয়া ফেং ইয়ুন'র সাংস্কৃতিক তত্পরতার একটি নৃত্যনাট্য 'চুউ মেং চুং হুয়া' ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় পার্লামেন্টে প্রদর্শীত হয়।

 

লোকসঙ্গিত শিল্পী ছেন ছুন ইয়েনেক বলা হয় 'কুয়াং সি লিউ সান চিয়েই'। এই বিখ্যাত শিল্পীর কণ্ঠে আপনারা এখন শুনছেন 'সান কে নিয়েন নিয়েন ছয়াং ছুন কুয়াং' গানটি। এই শিল্পীর পড়নের বৈচিত্র্যময় চুয়াং সংখ্যালঘু জাতির পোশাক ও তার অনন্য কণ্ঠস্বর শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

চীন-ইউরোপ কূটনৈতিক সম্পর্কের ৪০তম বার্ষিকী উপলক্ষে চীনের নববর্ষকে স্বাগত জনানোর জন্য ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অনুমতির পর 'হুয়ান লে ছুন চিয়েই' ও 'চুং হুয়া ফেং ইয়ুন' দু'টি সাংস্কৃতিক ব্র্যান্ড ইউরোপীয় পার্লামেন্টের ভবনে যায়। সেখানে চীনের কুয়াং সি প্রদেশের নান নিং song and dance ensembleর অভিনেতা-অভিনেত্রীরা ইউরোপীয় দর্শকদের জন্য একটি সুন্দর ও বৈচিত্র্যময় নৃত্যগীতি পরিবেশন করেন।

ইউরোপীয় পার্লামেন্টের একজন কর্মকর্তা Abittan বলেছে, অনুষ্ঠানটি খুবই পছন্দ করেছেন তিনি।

Abittanর কথা...

'হ্যাঁ, আমি এ অনুষ্ঠানটি খুবই পছন্দ করি। শিল্পীদের অভিনয়ের মাধ্যমে মনে করিয়ে দেয়া হয়েছে যে চুয়াং সংখ্যালঘু জাতি একটি বিশেষ জাতি। তাদের পোশাক অনেক সুন্দর। সেই শিল্পীও খুবই সুন্দর, তার কণ্ঠস্বর অতুলনীয়!'

চীন-ইউরোপ কূটনৈতিক সম্পর্ক প্রতিস্থাপনের ৪০তম বার্ষিকী উপলক্ষে এরকম অনুষ্ঠান দু'পক্ষের জন্য খুবই তাত্পর্যপূর্ণ। উপরে উল্লেখিত অনুষ্ঠান ছাড়াও কুয়াং সি নান নিং শহরের চুয়াং সংখ্যালঘু জাতির সংস্কৃতি থেকে তুলে আনা নৃত্যনাটক 'চুউ মেং চুং হুয়া' বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফেব্রুয়ারি মাসে মঞ্চস্ত হয়েছে।

ইউরোপীয় সংসদের একজন সাংসদ Marc Tarabella ইউরোপীয় দর্শকদের 'চুউ মেং চুং হুয়া' দেখার সুযোগ হয়েছে বলে খুবই খুশি হয়েছেন।

 

তিনি বলেন,

'চীনে একটি প্রবাদ আছে, '国之交,在于民相亲'—কুও জি চিয়াও, জাই ইয়ু মিন সিয়াং ছিন, মানে দু'দেশের জনগণের বন্ধুত্ব হলে, দু'দেশের সম্পর্কের উন্নয়ন হবে। বিভিন্ন দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়। সেজন্য 'চুউ মেং চুং হুয়া' ইউরোপে প্রদর্শন করায় আমি খুব খুশি। চীন-ইউরোপ সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে ইউরোপীয় সংসদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।'

ইইউ-এ চীনা দূতাবাসের প্রধান, রাষ্ট্রদূত ইয়াং ইয়েন ই আশা করেন, সাংস্কৃতিক তত্পরতার মাধ্যমে আরো অভিজ্ঞতা অর্জন করা সম্ভব।

তিনি বলেন,.....

'চীন-ইউরোপ কূটনৈতিক সম্পর্ক প্রতিস্থান করার ৪০তম বার্ষিকী উপলক্ষে চীনের নববর্ষের এ সুযোগ কাজে লাগিয়ে আমরাও বিনিময় ও সহযোগিতার ধাপগুলোর উন্নয়ন করে দু'পক্ষের সম্পর্ক আরো ঘনিষ্ঠা করবো। যাতে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য আরো বেশি অবদান রাখা যায়।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040