Web bengali.cri.cn   
চীনের কুংফু চলচ্চিত্রের সংক্ষিপ্ত ইতিহাস
  2015-02-26 09:53:50  cri

চীনের মুল-ভূভাগ থেকে আসা লি লিয়েন চিয়ে, অর্থাত জেট লি হলেন দেশব্যাপী মার্শাল আর্টের অন্যতম একটি জনপ্রিয় নাম। জ্যাকি ছানের তুলনায় জেট লি'র বড় বৈশিষ্ট্য হলো তিনি শক্তিশালী ও প্রকৃত মার্শাল আর্টে অনেক দক্ষ। ১৯৮২ সালে চীনের মুল-ভূভাগে প্রকাশ্যে প্রদর্শিত 'দ্য শাওলিন টেম্পল' চলচ্চিত্রের মাধ্যমে জেট লি বিখ্যাত হয়ে ওঠেন।

ব্রুস লি এবং জ্যাকি ছান তাঁরা দু'জনই নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখার চেষ্টা করেন। তাঁরা চলচ্চিত্রে অভিনয় থেকে শুরু করে চিত্রনাট্যের কাজেও মনোনিবেশ করেন।

এ ক্ষেত্রে তাঁদের তুলনায় জেট লি একটু ভিন্ন। তিনি নিজে চলচ্চিত্র কোম্পানি প্রতিষ্ঠা করেন। চলচ্চিত্রের বৈশিষ্ট্যের উপর গুরুত্বারোপ না করে তিনি চলচ্চিত্রের গুণগত মানের ওপর গুরুত্বারোপ করেন।

বিভিন্ন পরিচালকের সহযোগিতায় জেট লি'র অভিনয়ে বিভিন্ন স্টাইল প্রদর্শিত হয়। কেননা জেট লি চলচ্চিত্র পরিচালক পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজের অভিনয়ের স্টাইলেও পরিবর্তন আনেন।

একবিংশ শতাব্দীতে হংকংয়ের চলচ্চিত্রাঙ্গানে একশনধর্মী চলচ্চিত্রের অবস্থান আর আগের মতো নেই । জ্যাকি ছান এবং জেট লি পৃথক পৃথকভাবে হলিউডে প্রবেশ করেন এবং সেখানে অভিনয় করা শুরু করেন।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040