Web bengali.cri.cn   
দেসি বইস
  2015-02-12 15:52:30  cri


আজকের অনুষ্ঠানে আমি 'দেসি বইস Desi Boyz' নামে ভারতের একটি চলচ্চিত্রের কয়েকটি গান আপনাদের শোনাবো। আশা করি, সবাই গানগুলো পছন্দ করবেন।

জেরি এবং নিক দুইজন সেরা বন্ধু। তারা লন্ডনে বাস করে। বিভিন্ন পারিবারিক প্রেক্ষাপটের কারণে তাঁদের ভাগ্য একেবারেই ভিন্নতর। জেরি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পায়নি এবং প্রতিদিন বিভিন্ন পরীক্ষা ও ঋণ শোধ নিয়ে উদ্বিগ্ন। নিকের ভালো একটা চাকরি আছে এবং একজন সুন্দর বাগদত্তাও আছে। জেরির পরিস্থিতি একেবারে ভিন্ন। তাই দুজনের মধ্যে এক ধরনের টানাপড়েন চলে। নিকের মতো ভালো একটি চাকরি জেরিও পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো ? এটি জানতে চাইলে ইন্টারনেটে নিজেই উত্তর খুঁজে নিতে পারবেন বন্ধুরা।

আচ্ছা, এখন আমরা একসঙ্গে 'Desi Boyz' নামে এ চলচ্চিত্রের বেশ কয়েকটি গান উপভোগ করুন।

প্রিয় শ্রোতা, আপনরা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'Make Some Noise For The Desi Boyz'।

প্রিয় শ্রোতা, এখন আমি 'Subha Hone Na De' নামে গানটি শোনাচ্ছি।

প্রিয় শ্রোতা, এখন আমরা সবাই মিলে 'Jhak Maar Ke' নামে গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, আমি এখন যে গানটি বাজাচ্ছি তার নাম হলো 'Allah Maaf Kare'।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'Let It Be'।

প্রিয় শ্রোতা, এখন আমি 'Tu Mera Hero ( Subha Hone Na De )' নামে এ চলচ্চিত্রের আরেকটি গান বাজিয়ে শোনাচ্ছি।

আচ্ছা, প্রিয় শ্রোতা, আজকের সুরের ধারার দ্বিতীয় অংশ আমি 'Miss Granny' নামে চীনের একটি চলচ্চিত্রের বেশ কয়েকটি গান আপনাদের শোনাচ্ছি।

'Miss Granny' চলচ্চিত্রে ৭০ বছর বয়সী একজন নারী একটি আকস্মিক ঘটনার কারণে ২০ বছর বয়সী একজন মেয়েতে পরিণত হয়। এরপর একটির পর একটি মজাদার ঘটনা ঘটতে থাকে। এ চলচ্চিত্রের প্রধান বিষয় সম্পর্কে জানতে চাইলে ভবিষ্যতে কোনো একটি আলোছায়া অনুষ্ঠানে আমি বিস্তারিতভাবে তা আপনাদের জানাবো।

আচ্ছা, এখন আমরা সবাই মিলে এ চলচ্চিত্রের কয়েকটি গান উপভোগ করবো।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'আমাদের ভবিষ্যৎ'।

গানের কথাগুলো এমন।

একা একাই গন্তব্যে পৌঁছেছি আমি।

হঠাত্ করে দেখি আমি শুরুর বিন্দুতেই দাঁড়িয়ে আছে।

নতুন একটি জগত আমার সামনে ভেসে ওঠে।

আমাদের ভবিষ্যৎ কি হবে?

আমি তোমার সাথে আরো একটি দিন অতিবাহিত করতে চাই।

প্রিয় শ্রোতা, আমি এখন যে গানটি শোনাচ্ছি তার নাম হলো 'মিষ্টি স্মৃতি'।

গানের নাম থেকে সহজেই গানের অর্থ বোঝা যায়। তাই না?

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, বুঝতেই পারছেন, শুধু গান আর গানের কথা নিয়েই আমাদের এ 'সুরের ধারা' অনুষ্ঠান। গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেয়ার পলা। তবে, বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

আগামী সপ্তাহে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন।

(লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040