|
yingshiyinyue
|
আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি লিলি লাবণ্য।
প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমি 'গজনি' নামে ভারতের কিছুটা পুরানো তবে বেশ জনপ্রিয় একটি চলচ্চিত্রের কয়েকটি গান আপনাদের শোনাবো। আশা করি, সবাই গানগুলো পছন্দ করবেন।
ভারতের নামকরা অভিনেতা আমির খানের অভিনীত এই চলচ্চিত্রে বিয়োগান্তক একটি প্রেমের গল্প তুলে ধরা হয়।
সঞ্জয় নামে চলচ্চিত্রের প্রধান পুরুষ চরিত্র আগে একটি বিখ্যাত টেলিকম কোম্পানির প্রধান ছিলেন। কল্পনা নামের প্রধান নারী চরিত্র ছিলেন একজন মডেল। একদিনে সঞ্জয় পত্রিকায় 'কল্পনা নামে একজন মডেলের প্রেমে পড়া' সম্পর্কিত একটি প্রবন্ধ পড়েন। খুব রাগ হয়ে তিনি কল্পনার কাছে কিছু জিজ্ঞাসা করতে যান। কল্পনার সঙ্গে দেখা করতে যাবার পথে তিনি দেখতে পান যে, একজন দয়ালু মেয়ে একদল প্রতিবন্ধী মেয়েকে রাস্তা পারাপারে সাহায্য করছেন। তারপর তিনি জানতে পারেন, কল্পনাই হলো সেই মেয়ে যিনি প্রতিবন্ধী মেয়েদেরকে সাহায্য করেছিলেন।
আসলে কল্পনা সঞ্জয়ের পরিচিত কেউ ছিলেন না। একটি ভুল বোঝাবুঝির কারণে পত্রিকায় লেখা হয় যে, তিনি সঞ্জয়ের মেয়েবন্ধু।
তারপর সঞ্জয় নিজের আসল পরিচয় গোপন করে কল্পনার সঙ্গে যোগাযোগ শুরু করেন। তাঁদের দু'জনের মধ্যে বন্ধুত্ব দিন দিন বাড়তে থাকে। এভাবে পার হয়ে যায় এক বছর।
সঞ্জয় কল্পনাকে বিয়ের প্রস্তাব দেন এবং কল্পনা রাজি হয়ে যান।
গোয়া রাজ্যে যাবার সময় রেলগাড়িতে বেশ কিছু খারাপ মানুষের হাত থেকে কল্পনা ২৫ জন মেয়েকে উদ্ধার করেন। এই খারাপ মানুষের দলের প্রধান হলো 'গজনি' নামে একজন। বাইরে থেকে দেখতে গজনি একজন শ্রদ্ধাভাজন দাতব্য লোক, তবে আসলে সে নারী ও শিশু পাচারের ব্যবসায় জড়িত।
গজনির আসল রূপ উদঘাটন করতে চান কল্পনা। এর ফলে তাঁর জন্য তার ওপর দারুণ বিপর্যয় নেমে আসে। গজনি তাঁকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা যখন কল্পনাকে হত্যার উদ্দেশে কল্পনার বাসায় আসেন, ঠিক এসময় সঞ্জয়ও উপস্থিত থাকেন সেখানে। এক পর্যায়ে তারা কল্পনাকে হত্যা করেন। এসময় সঞ্জয় মাথায় গুরুতর আঘাত পান এবং নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। আর তখন থেকেই গজনিকে হত্যার দৃঢ় প্রতিজ্ঞায় ঝাঁপিয়ে পড়েন সঞ্জয়। অবশেষে সঞ্জয় গজনিকে হত্যা করেন এবং প্রিয় কল্পনা হত্যার প্রতিশোধ নেন।
আচ্ছা, প্রিয় শ্রোতা, এবার আমার সঙ্গে 'গজনি' নামে এই চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শুনবো।
প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'গুজারিশ'
প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি শোনাচ্ছি তার নাম হলো 'আয়ে বাচ্চু'।
প্রিয় শ্রোতা, এখন আমি 'কায়সে মুজহে' নামে গানটি শোনাচ্ছি।
প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'বেখা কারথিক'।
প্রিয় শ্রোতা, এখন আমি 'লাত্তো' নামে একটি গান শোনাচ্ছি।
আচ্ছা, প্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা ভারতের 'গজনি' চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শুনলেন। এখন আমি 'English Vinglish' নামে ভারতের আরেকটি চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শোনাচ্ছি।
'English Vinglish' চলচ্চিত্রে এমন একটি গল্প তুলে ধরা হয়। ইংরেজি ভাষা বুঝতে না পারা একজন ভারতীয় গৃহিণী তাঁর গোটা পরিবার ও সমাজের সামনে অদ্ভুত চাপে পড়েন। ইংরেজি ভাষা বুঝতে পারেন না বলে তিনি পরিবারের সদস্যদের উপহাসের পাত্র হন। জীবনের এমন ধরনের অবস্থা পরিবর্তন করার জন্য তিনি ভালোভাবে ইংরেজি ভাষা আয়ত্ত করার পতিজ্ঞায় আবদ্ধ করেন। ইংরেজি ভাষা শিখার প্রক্রিয়ায় তাঁর ওপর পরিবারের সদস্যদের সম্মান প্রদর্শন ও আত্মবিশ্বাস ফিরে আসে।
আচ্ছা, প্রিয় শ্রোতা, এখন আমার সঙ্গে 'English Vinglish' নামে এ চলচ্চিত্রের বেশ কয়েকটি গান শুনবো।
প্রিয় শ্রোতা, আপনারা 'English Vinglish' নামে এ চলচ্চিত্রের একটি গান শুনছেন।
প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি শোনাচ্ছি তার নাম হলো 'ঢাক ঢুক।'
প্রিয় শ্রোতা, এখন আমি 'গুসতাখ দিল' নামে একটি গান শোনাচ্ছি।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, বুঝতেই পারছেন, শুধু গান আর গানের কথা নিয়েই আমাদের এ 'সুরের ধারা' অনুষ্ঠান। গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেয়ার পালা। তবে, বিদায় নেবার আগে আপনাদের আরো একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আগামী সপ্তাহে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। লিলি/তৌহিদ
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |