|
0113minyue
|
এখন শহরের একটি বড় সমস্যা হলো কাজ বা জীবনযাপনের চাপের কারণে মানুষেরা ক্রান্ত হয়ে যায়। শরীর যেন সব সময় চাপের মধ্যে থাকতে হয়। এ ক্ষেত্রে কিভাবে শরীরটা আরাম করা যায় তা সবাই ভাবছে। কেউ কেউ ইয়োগা করে, কেউ কেউ গান শোনে। আজকের অনুষ্ঠানে আপনাদের শরীর ও মনকে শান্তি দেওয়ার মত কয়েকটি সুর শোনাবো।
ফুলের সুগন্ধ যেমন মানুষের শরীরমনকে আরাম দিতে পারে, সুরও তাই। এবং কিছু কিছু সুর শুনতে যেন ফুলের সুগন্ধ পাওয়া যায়। প্রথমে শুনুন 佛(fó)手(shǒu)橘(jú)সুরটি, দেখুন কোমলার সুগন্ধ পাচ্ছেন কিনা।
বসন্তে হাজার হাজার ফুলের বাগানে গিয়ে কেমন লাগে? এখন শুনুন 百(bǎi)色(sè)花(huā)海(hǎi)সুরটি।
শুনুন 百(bǎi)里(lǐ)天(tiān)地(dì)任(rèn)逍(xiāo)遥(yáo)সুরটি।
তুষার পড়ার দৃশ্য কখনো দেখেছেন? দেখুন আমাদের সুর থেকে তুষার পড়ার কল্পনা করতে পারেন কিনা। শুনুন 百(bǎi)里(lǐ)雪(xuě)花(huā)সুরটি।
চীনে peonyফুলটি খুব জনপ্রিয়। ফুলের আকার বড়, এবং তা হল সুখী ও সমৃদ্ধ হওয়ার একটি প্রতীক। শুনুন 花(huā)开(kāi)富(fù)贵(guì)সুরটি।
অবশেষে শুনুন 花(huā)开(kāi)满(mǎn)百(bǎi)百(bǎi)里(lǐ)香(xiāng)সুরটি।
সুপ্রিয় শ্রোতা, আশা করি এ কয়েকটি সুর শুনে আপনার শরীর ও মন চাপ থেকে একটু মুক্তি পাবে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |