|
1216minyue
|
প্রথমে শুনুন '梅(méi)花(huā)三(sān)弄(nòng)' সুরটি।
সিয়ুন হচ্ছে চীনের প্রাচীনতম ফুঁস দিয়ে বাজানো বাদ্যযন্ত্রের অন্যতম । এর প্রায় ৭ হাজার বছরের ইতিহাস রয়েছে ।
শুনুন '归(guī)藏(cáng)'সুরটি।
গোড়ার দিকে সিয়ুন পাথর আর হাড় দিয়ে তৈরি হতো । পরে মাটি দিয়ে তৈরি হয়।
শুনুন '念(niàn)残(cán)' সুরটি।
সিয়ুনের আকার অনেক ধরনের আছে। যেমন চ্যাপ্টা গোলাকার, অন্তাকার, গোলাকার, মাছের আকার, নাশপাতির আকার ইত্যাদি। তার মধ্যে নাশপাতির সিয়ুন সবচেয়ে প্রচলিত ।
শুনুন '昆(kūn)韵(yùn)' সুরটি।
সিয়ুনের উপরের অংশে রয়েছে ফুঁস দেয়ার মুখ। পাশে কাটা রয়েছে আওয়াজের গর্ত।
শুনুন '清(qīng)江(jiāng)引(yǐn)' সুরটি।
প্রথম দিকের সিয়ুনে কেবল একটি গর্ত ছিল। পরে ক্রমে বহু গর্তযুক্ত সিয়ুনের আবির্ভাব হয়।
শুনুন '灵(líng)谷(gǔ)' সুরটি।
খৃষ্টপূর্ব তৃতীয় শতাব্দির শেষ দিকে ৬টি গর্তযুক্ত সিয়ুনের উদ্ভব হয়।
শুনুন '秋(qiū)夜(yè)吟(yín)' সুরটি।
অবশেষে শুনুন '寒(hán)江(jiāng)残(cán)雪(xuě)' সুরটি।
সুপ্রিয় শ্রোতা, আজকের সুরের ধারা অনুষ্ঠান পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (স্বর্ণা/তৌহিদ)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |