
সম্প্রতি চীনের সেন্ট্রল একাডেমি অব ফাইন আর্টে তিনটি এশীয় দেশের শিল্পীকে বেছে নিয়ে তাদের আঁকা ছবির প্রদর্শন করা হয়েছে। চীনের ফান থিয়ান শৌ, জাপানের কালি হিগাশিয়ামা এবং ভারতের রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি থেকে তিনটি দেশের শিল্পকলা ক্ষেত্রে আধুনিকায়ন প্রক্রিয়ার তুলনা করা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের চারুকলা বিভাগের অধ্যাপক শিব কুমার রবীন্দ্রনাথ বিষয়ক একজন বিশেষজ্ঞ হিসেবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। শুনুন তার দেওয়া একটি সাক্ষাত্কার।