Web bengali.cri.cn   
দক্ষিণ এশিয়ার কয়েকটি অর্থনৈতিক সংবাদ --২০১৪/০৮/২
  2014-12-08 19:18:25  cri
দক্ষিণ এশিয়ার দেশগুলোর কয়েকটি অর্থনৈতিক সংবাদ

১. বাংলাদেশের তৈরি পোশাক খাতে 'দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের' ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে 'ঢাকা অ্যাপারেল সামিট-২০১৪'-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হওয়ায় অনেকে অখুশি; তাই তারা পোশাক খাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

দেশের পোশাক খাত নব্বইয়ের দশক থেকে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করেই বর্তমান অবস্থায় পৌঁছেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই এ খাতের পাশে থেকেছে, সমস্যা সমাধান করেছে, আর্থিক প্রণোদনা ও নীতি-সহায়তা দিয়েছে। তিনি তার সরকারের এ সহায়ক ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, মাত্র তিন দশকেই বাংলাদেশের পোশাক শিল্প দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত হয়েছে। ১৯৮৭ সালে যেখানে বাংলাদেশ ১০ হাজার ডলারের পোশাক রপ্তানি করতো, সেখানে ২০১৩ সালে তা বেড়ে ২৪৫০ কোটি ডলার হয়েছে। পোশাক রপ্তানিতে বর্তমানে বিশ্বে চীনের পরই বাংলাদেশের অবস্থান।

২. ভুটান ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যে ঘাটতি কমাতে একমত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের নেতৃত্বে ঢাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। বৈঠকে দুই প্রধানমন্ত্রীই পণ্য রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, সিরামিক পণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, প্রসাধনী পণ্য, রাসায়নিক এবং মৌসুমী শাক-সব্জি আমদানি করতে ভুটানের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রী এ আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বর্তমানে ১৫৫ কোটি টাকার বাণিজ্য ঘাটতি রয়েছে। দুই দেশের মধ্যে বছরে ১৯৫ কোটি টাকার বাণিজ্য হয়। এর মধ্যে ভুটান থেকে ১৭৫ কোটি টাকার পণ্য আমদানি করে বাংলাদেশ। অন্যদিকে ভুটানে রপ্তানি করে ২০ কোটি টাকার পণ্য।

৩. বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুসারে, গত নভেম্বরে প্রবাসী বাংলাদেশিরা ১১৬ কোটি ৮৮ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন, যা অক্টোবর মাসের চেয়ে ১৫ কোটি ডলার বেশি। অক্টোবরে ১০১ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এ নিয়ে চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) প্রবাসীদের পাঠানো মোট রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৬২০ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১.৪ শতাংশ বেশি।

এদিকে, গত মঙ্গলবার দিন শেষে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ২১৬৭ কোটি ডলার।

৪. বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সিপিডির মান দিন দিন নামছে। দেশের ভাল কোনো কিছুই তাদের চোখে পড়ে না।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে সরকারের বক্তব্যের বিরোধিতা করে সম্প্রতি সিপিডি বলেছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে না।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও সিপিডির গবেষণাকে 'উদ্দেশ্যমূলক' বলে সমালোচনা করেন। তিনি বলেন, বিশ্বের সবাই যখন বলছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তখন সিপিডি নেতিবাচক মন্তব্য করছে।

৫. এখন থেকে বাংলাদেশের ব্যাংকে গচ্ছিত টাকা বিদেশি মুদ্রায় রূপান্তর করে দেশের বাইরে নিয়ে যেতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ব্যাক রোববার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এ কথা জানিয়ে দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে, তবে এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে। আগে দেশের 'টাকা অ্যাকাউন্ট' থেকে অর্থ বিদেশি মুদ্রায় রূপান্তর করে দেশের বাইরে নিয়ে যেতে পারতেন না প্রবাসী বাংলাদেশিরা। অবৈধ পথে দেশ থেকে বাইরে অর্থ নেওয়া বন্ধ করতেই প্রবাসী বাংলাদেশিদের এ সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

৬. বাংলাদেশে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ বিষয়ক সর্বশেষ প্রতিবেদন অনুসারে, জুলাই-সেপ্টেম্বর সময়ে এসএমই খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১৭ হাজার ৬২৪ কোটি ৯৮ লাখ টাকা। এপ্রিল-জুন প্রান্তিকে এ খাতে ঋণ বিতরণ করা হয়েছিল ২৫ হাজার ২৫৫ কোটি ৪ লাখ টাকা।

এদিকে, চলতি বছরের প্রথম নয় মাসে এ খাতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো মোট ঋণ বিতরণ করেছে ৭২ হাজার ৬২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৩৫ শতাংশ বেশি।

৭. নয়া শিল্পোদ্যোগী তৈরি করতে এবার মাঠে নামছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৈদ্যুতিন পণ্য ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উৎপাদনে উৎসাহ দিতে দেশটির সরকার গড়ে তুলতে যাচ্ছে 'ইলেকট্রনিক ডেভেলপমেন্ট ফান্ড।

গত বৃহস্পতিবার ' ইনফোকম ২০১৪'-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি সচিব আর এস শর্মা। বৈদ্যুতিন পণ্যের ক্ষেত্রে দেশের ক্রমবর্ধমান বাজারের দিকে নজর রেখেই কেন্দ্র এই তহবিল গড়ার পরিকল্পনা করেছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, বর্তমানে ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের বৈদ্যুতিন পণ্য আমদানি করে ভারত। ২০২০ সালে এই অঙ্ক চার গুণ বেড়ে দাঁড়াবে ৪০০ কোটিতে। এখনও পর্যন্ত মোট চাহিদার মাত্র ১০ শতাংশ দেশে উৎপাদন করা সম্ভব হয়। এই চিত্রটা বদলে দিতেই নতুন তহবিল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৮. আগামী ২০২৪-'২৫ অর্থবছরে ১০ কোটি টন আকরিক লোহা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এন এম ডি সি)। সম্প্রতি সিআইআই-এর আন্তর্জাতিক খনি সম্মেলনে এ কথা জানান সংস্থার সিএমডি নরেন্দ্র কোঠারি।

গত অর্থবছরে ৩ কোটি টন আকরিক লোহা উত্তোলনের পরে এ বছর ৩ কোটি ২০ লাখ টন লোহা উত্তোলনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সংস্থাটি। কোঠারি জানান, ২০১৮-'১৯-এ তা বেড়ে ৬ কোটি টন এবং ২০২৪-'২৫-এ ১০ কোটি টন হবে। বস্তারে একটি ইস্পাত প্রকল্পও গড়ে তুলছে সংস্থাটি। সচিব জানান, ২০১৬-র শেষে সেটি বাণিজ্যিকভাবে চালু হবে।

৯. সৌর বিদ্যুতের প্যানেল ও আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতি আমদানি করতে সংশ্লিষ্ট সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে পাকিস্তান সরকার। গত শনিবার দেশটির অর্থ মন্ত্রনালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

১০. দেশের মহাসড়কগুলোতে অবস্থিত ২৫টি ক্ষয়িষ্ণু সেতু মেরামত করবে শ্রীলংকান সরকার। এ কাজে কুয়েতের কাছ থেকে ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার সমমূল্যের এক কোটি কুয়েতি দিনার ঋণ নেয়া হবে। দেশটির মন্ত্রিসভা সম্প্রতি বিষয়টি অনুমোদন করেছে।

(তথ্যসূত্র: প্রথম আলো, বিডি নিউজ, ডন ডটকম, কলম্বো পেইজ, আনন্দবাজার পত্রিকা, সিনহুয়া বার্তা সংস্থা ইত্যাদি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040