Web bengali.cri.cn   
সিঙ্গেল্স ডে
  2014-11-26 17:57:16  cri


প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন শুনুন 'সুরের ধারা' আসর।

১১ নভেম্বর হচ্ছে 'সিঙ্গেল্স ডে'। বেশ কিছু দিন আগে থেকে লোকজন 'সিঙ্গেল্স ডে' নিয়ে নানা আলোচনা করেন। যাদের এখনো বিয়ে হয়নি বা প্রেমে পড়েন নি, এ দিবসটিতাদের জন্য একটি বিশেষ দিবস। আশেপাশের লোকজন বা শুভাকাঙ্খীরা তাদের জন্য এই দিবসে শুভ কামনা করেন যেন তারা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে পারেন বা প্রেমে পড়তে পারেন। এ দিনটি ইন্টারনেটের বাজারেও বিশেষ চাঙ্গা হয়ে উঠে। তাহলে আজকের সুরের ধারা আসরে এই দিবস সম্পর্কিত বা প্রেম সম্পর্কিত কয়েকটি গান শোনাবো।

ফান ওয়েই ছি

প্রথমেই শুনুন তাইওয়ানের পপ সংগীত গায়িকা ফান ওয়েই ছি'র গাওয়া 'আমার প্রিয় তুমি' নামে গান। গানের কথা এমন, ¡¡ãতুমি শিশুর মতো গভীরভাবে ঘুমিয়ে পড়েছো দেখে হঠাত্ আমার সবচেয়ে প্রিয় 'তোমাকে' এক চিঠি লিখতে চাই। দেখো, তুমি দিনের বেলা কতো সাহসী। গভীর রাতে নীরবে চোখ দিয়ে পানি ঝরতে থাকে। তুমি বলেছো, যত আঘাত পাও না কেন, কখনো পরিত্যাগ করবে না। আমি তোমার জন্য মনে বেদনা অনুভব করি। আমি তোমার মন রক্ষা করবো। আমরা চিরকাল বিচ্ছিন্ন হবো না। আমার সবচেয়ে প্রিয় তুমি, চোখের পানি মুছে ফেলো। কালো মেঘ চলে গেছে। আমরা একসাথে সামনে এগিয়ে যাবো। একসাথে পথের দৃশ্য উপভোগ করবো।

জীবনে অসংখ্য লোকের সঙ্গে আমাদের পরিচয় হয়,তাদের সঙ্গে কথা বলি, একসাথে কাজ করি। কিন্তু কয় জন লোক আমাদের মনের ভিতরে প্রবেশ করতে পারে? যদি এমন এক লোক পাও, তুমি তাকে ভালোবাসো এবং জানো যে, সে তোমাকে মিস করে, তাহলে আর দু:খ অনুভব হবে না।

উ ইয়ুন থিয়ান

বন্ধুরা, এবার শুনুন উ.ইয়ুন থিয়ান নামে ব্যান্ডের গাওয়া 'হঠাত্ তোমাকে খুব মিস করছি' নামে গান। গানের কথা এমন, আমার সবচেয়ে ভয় লাগে, আশেপাশে হঠাত্ শান্ত হয়ে যাওয়া। আমার সবচেয়ে ভয় লাগে, বন্ধুদের আকস্মিক সযত্ন পাওয়া।আমার সবচেয়ে ভয় লাগে, স্মৃতি সাগরের তরঙ্গের মতো উঠানামা করা। আমার সবচেয়ে ভয় লাগে, হঠাত্ তোমার কোন খবর পাওয়া। হঠাত্ তোমাকে খুব মিস করি। তুমি কোথায়? আমরা একটি অতি সুন্দর গান থেকে দুটি বেদনাদায়ক চলচ্চিত্রে পরিণতহয়েছি।

অনেক লোক সারা জীবন ধরে সত্যিকার প্রেম খুঁজতে থাকে। প্রেম খোঁজার এই পথে হাসি ও কান্না থাকে, আনন্দ ও বেদনা থাকে। যখন বৃদ্ধ হয়ে যায়, তখন এ সব স্মৃতি মিষ্টি হয়ে যায়।

চাং লিয়াং ইং

বন্ধুরা, এবার শুনুন গায়িকা চাং লিয়াং ইংয়ের গাওয়া 'যদি এটা হচ্ছে প্রেম' নামে গান। এ গান ২০১০ সালে চীনের মূল ভূখণ্ডের সেরা দশটি গানের অন্যতম একটি হিসেবে নির্বাচিত হয়েছে। গানের কথা এমন, 'তুমি বাছাই করেছো, সঠিক হোক, ভুল হোক। আমি ব্যথা পেয়েছি। আমার বিকল্প নেই। আমি আরো সম্পূর্ণ নই। আমি দেখছি, তুমি চলে গেছো। যদি আমি বিশ্বাস করতে চাই, তাহলে তুমি একমাত্র ব্যক্তি। যদি এটা পরিণাম নয়, যদি আমি এখনো তোমাকে ভালোবাসি, যদি তুমি এখনো পরিত্যাগ করতে চাও, তাহলে আমি যেতে পারি। তোমাকে স্বাধীনতা দিবো, গতকালের স্মৃতি আমার কাছে রেখে দাও। যদি এটা হচ্ছে প্রেম, তাহলে আমি তোমার জীবনের কামনা করি।

প্রিয় বন্ধু, এখন আপনার বয়স কত? জীবনে কয়টি দশ বছর পার হয়েছে? আপনার জীবনের বিশেষ কোন স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করবেন?

চেন ঈ শুন

বন্ধুরা, এবার শুনুন হংকংয়ের গায়ক চেন ঈ শুনের গাওয়া 'দশ বছর' নামে গান। এ গানটি হচ্ছে চেন ঈ শুনের প্রতিনিধিত্ব গানের অন্যতম। ২০১১ সালে এ গানটি লাভ রেডিও ১০৩.৭ এফএম এর আয়োজিত 'নতুন শতাব্দীর দশ বছরে সেরা দশটি চীনা প্রেমের গানের' প্রথম গান হিসেবে নির্বাচিত হয়। গানের কথা এমন, দশ বছর আগে তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি। তুমি আমার নয়। আমরা অন্য অপরিচিত লোকের পাশে রাস্তায় হাঁটছিলাম। দশ বছর পর আমরা পরস্পরকে শুভেচ্ছা জানাতে পারি, আমরা বন্ধু হয়েছি। তবে আবার আলিঙ্গন করার যুক্তি আর নেই। প্রেমিক ও প্রেমিকা অবশেষে বন্ধু হয়েছে। যখন কোলে আর থাকতে পারে না, তখন বিদায় করতে হয়েছে। চোখের পানি ঝরতে থাকে। অনেক বছর পর আমি বুঝতে পেরেছি যে, চোখের পানি কেবল তোমার জন্য নয়।

পৃথিবীতে অনেক ধরণের ভালোবাসা রয়েছে। সন্তানের প্রতি মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধুদের মধ্যে উষ্ণ ভালোবাসা । দম্পতির মধ্যে দাম্পত্য জীবনের প্রেম । আরেক রকম প্রেম হচ্ছে 'হাত ছাড়া'।

বন্ধুরা, এবার শুনুন আমু নামে গায়কের গাওয়া 'হাত ছাড়া প্রেম' নামে গান। গানের কথা এমন, যদি দু'জনের স্বর্গ দেওয়ালের মতো তোমার স্বপ্ন ঘেরাও করে। যদি সুখ লোহার জানালার মতো যাযাবর পাখিকে দক্ষিণাঞ্চলে যাওয়ার পথ রোধ করে। যদি তুমি আকাশের দিকে উড্ডয়ন করতে চাও, তাহলে আমি হাত ছেড়ে তোমাকে মুক্তি দিবো। যদি রোমান্টিকতা তোমার বাধা হয়ে যায়, তাহলে আমি তোমার জন্য আবার একাকী হতে পারি। এক রকম ভালোবাসার নাম হচ্ছে 'হাত ছাড়া'। প্রেমের জন্য দীর্ঘকাল পরিত্যাগ করতে পারি।

বন্ধুরা, এবার আপনাদের শোনাবো চাং শাও হানের গাওয়া 'প্রিয়জন, সেটা প্রেম নয়' নামে গান। গানের সুর দিয়েছেন চৌ চিয়ে লুন। কথা লিখেছেন ফাং ওয়েন শান। ২০০৮ সালে এ গানটি হিট এফএম এর সেরা এক শ গানের একটিতে নির্বাচিত হয়েছে।

গানের কথা এমন, 'ক্লাসরুমের পিয়ানো ডিংতুং ডিংতুং বাজছে। তোমার কথার মতো। তুমি চিঠি দেয়ার পর চলে গেছো। আমি তোমার সুন্দর হাতের লেখা পড়তে পছন্দ করি। তুমি বলেছো, হাত ধরা মানে চুক্তি সই করা। তবে প্রিয়জন, এটা প্রেম নয়। সুন্দর প্রতিশ্রুতি দেয়ার কারণ হচ্ছে আমরা অতি নবীন। তবে প্রিয়জন, সেটা প্রেম নয়।

শ্রোতাবন্ধু, আপনি কখনো প্রবাল দেখেছেন? সাদা বা লাল রঙের প্রবালে পাহাড় বা গাছের মতো বিশেষ সৌন্দর্য রয়েছে। এবার শুনুন চৌ চিয়ে লুন আর লিয়াং সিন ঈ'র সমবেত কণ্ঠে গাওয়া 'প্রবাল সাগর' নামে গান। এ গানটি ২০০৬ সালে ষষ্ঠ বিশ্ব চীনা ভাষা গানের তালিকায় সবচেয়ে জনপ্রিয় 'সমবেত কণ্ঠ গান' হিসেবে নির্বাচিত হয়েছে।

গানের কথা এমন, তুমি ঠোঁটের ভাষা দিয়ে বলেছো, তুমি যেতে চাও। আমার মনের ব্যথা তরঙ্গের মতো নীরব হয়ে উঠেছে। সেটা সাগরের তরঙ্গ নয়, সেটা চোখের পানির সাগর। সাগরের পাখি আর মাছের মধ্যে প্রেম করা একটি আকস্মিক ঘটনা। আমাদের প্রেমের মধ্যে মতভেদ সবসময় ছিল। নীল রঙের প্রবাল সাগর হঠাত্ সাদা হয়ে যায়। উষ্ণতা আর নেই। হাসি মুখও হারিয়েছে। প্রেম গভীরভাবে প্রবাল সাগরের ভিতরে পুঁতে রাখো।

বন্ধুরা, সুরের ধারা আসরের শেষ প্রান্তে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে কয়েকটি প্রেম সম্পর্কিত গান শুনিয়েছি। তার মধ্যে কিছু বেদনার কথাও রয়েছে। তবে আমি আশা করি, আমার প্রিয় শ্রোতাবন্ধুদের জীবনে সবসময়ই মিষ্টি প্রেম থাকবে এবং সুখী জীবন উপভোগ করবেন। (ইয়ু/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040