Web bengali.cri.cn   
Never too late to love
  2014-09-30 16:57:41  cri
১৯৫০ সাল। হাওয়ার্ড পরিচিত হয় রিগসের সঙ্গে। সে মুহূর্তে হাওয়ার্ড এর জীবনে ভালবাসা ধরা দেয়। কিন্তু রিগস্‌কে হাওয়ার্ড তার মনের কথা বলতে পারে না। রিগসের অন্য এক ছেলে বন্ধু আছে। তখন হাওয়ার্ডের বয়স ২৮ আর রিগসের ১৮।

৬২ বছরের পর, হাওয়ার্ড রিগস্‌কে ভুলতে না পেরে এক চিঠি লিখে। কিন্তু চিঠির কথা ছিলো সাংকেতিক ধরনের। ৬০ বছর আগে যখন তারা দু'জন একই ল্যাবরেটরিতে কাজ করতো, তখন তারা encryption algorithm শিখেছিলো। চিঠিতে শুধু একটি বাক্য রয়েছে:

'I have never stopped loving you'।

চিঠি পেয়ে রিগস বুঝতে পারে যে, হাওয়ার্ড চিঠিটি পাঠিয়েছে। চিঠির সঙ্গে ফিরে আসে ৬০ বছরের আগের স্মৃতি। যখন তারা চিঠি বিনিময় করতো !

চিঠিতে তাদের গত ৬০ বছরের জীবন রেকর্ড করেছে। হাওয়ার্ড মাইক্রোবায়োলজিস্ট হয়, একজন ডেনটিস্ট হয়। পরবর্তীতে সে শখের আলোকচিত্রশিল্পী হয়।

অন্যদিকে রিগস টেকনোলজি জার্নালিস্ট হয়েছে, ক্যাপ্টেন হয়েছে, বিশ্ব পরিভ্রমণ করেছে। দক্ষিণ মেরুতে পদার্পণকারী বিশ্বের সপ্তম নারীর গৌরব অর্জন করেছে। এখন একজন রহস্য উপন্যাসের লেখিকা রিগস্‌।

দু'জনের নিজস্ব পরিবার ছিল।

তারা নিজেদের স্বামী ও স্ত্রী হারিয়েছে।

এখন, তারা সিদ্ধান্ত নেয় আবারও পরস্পরের সঙ্গে দেখা করার।

......

সম্প্রতি রিগস্‌ ও হাওয়ার্ডের মধ্যে বিয়ে হয়েছে।

Never too late to love!

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040