২০০৭ সালের ৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় 'ব্রডকাস্ট কনফুসিয়াস ইন্সটিটিউট।' বিভিন্ন দেশের শ্রোতা ক্লাব আর বন্ধুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে কেনিয়া, জাপান, রাশিয়া, মঙ্গোলিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ইতালি, তিউনিসিয়া, তাঞ্জানিয়া, ফিনল্যান্ড ও ভারতে মোট ১৩টি কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠিত হয়েছে। চীনা ভাষা শিক্ষা ও চীনা সংস্কৃতি সম্প্রচারের মাধ্যমে এরইমধ্যে বিভিন্ন দেশের সরকার এবং শিক্ষা ও সংস্কৃতি বিভাগের কাছে যথেষ্ট গুরুত্ব ও মর্যাদা পেয়েছে কনফুসিয়াস ইন্সটিটিউট।
সব ধরনের সম্প্রচার মাধ্যম ব্যবহার করে ব্রডকাস্ট কনফুসিয়াস ইন্সটিটিউট বহু বছর ধরে চীনা ভাষা শেখানোর কাজে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছে। 'মাতৃভাষার মাধ্যমে প্রশিক্ষণ, গণমাধ্যমে ব্যাপক প্রচারণা ও চীনের বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে চীনা ভাষা প্রসারে আন্তর্জাতিক ধারণা প্রতিষ্ঠা করেছে কনফুসিয়াস ইন্সটিটিউট। চীন আন্তর্জাতিক বেতারের ব্রডকাস্ট কনফুসিয়াস ইন্সটিটিউট নিরবচ্ছিন্নভাবে বিশ্বব্যাপী শ্রোতাদের সেবা এবং চীনা ভাষা ও সংস্কৃতি জনপ্রিয় করে তোলার কাজ করে যাচ্ছে।