তিন বছর পর গাম্প জেনির একটি চিঠি পান। চিঠির ঠিকানা অনুসারে জেনির বাসভবনে যান গাম্প। জেনি যে বাসায় বাস করেন, সেই বাসার একজন ছেলের নামও গাম্প। জেনি গাম্পকে বলেন, এই ছেলেটি তাঁর ছেলে। জেনি এক ধরনের ভয়াবহ রোগে আক্রান্ত হন। কিন্তু গাম্প জেনিকে বিয়ে করেন এবং জেনি ও সেই ছেলেটিকে নিয়ে জন্মস্থানে ফিরে আসেন। তাঁরা তিন জন একসাথে সুখী জীবন কাটাতে শুরু করেন।
জেনি রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁদের ছেলেটি দিন দিন বড় হতে থাকে। চলচ্চিত্রের শেষে ছেলেকে দেয়া গাম্পের সবচেয়ে প্রিয় বই থেকে একটি পালক বের হতে দেখা যায়। পালকটি তখন বাতাসে ভেসে বেড়ায়।
1 2 3