|
চীনা মানুষের মধ্যে ভালবাসা দিবসের একটি পদ্ধতি হলো, 'প্রেমের তালা' ব্যবহার। ঐতিহ্যিক এ প্রথা অন্য দেশ থেকে এদেশে এসেছে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ারসে একটি বিবাহ-পরিকল্পনা স্টুডিওয়ের একজন কর্মকর্তা পা লা জানিয়েছে, তার স্টুডিওর সামনে একটি মন-সেইপ বড় আয়না রয়েছে। সে আয়নার ফ্রেমে শত শত প্রেমের তালা আছে। চীনা মানুষ ছাড়া অন্য দেশের মানুষও এভাবে ভালবাসা দিবস পালন করে।
"প্যারিসসহ অনেক ইউরোপীয় দেশে সেতুর দু'পাশে অনেক প্রেমের তালা ঝুলতে দেখা যায়। তার পর প্রেমিক প্রেমিকেরা সে তালার চাবি ব্রিজের ওপর থেকে নদীর গভীরে ছুঁড়ে ফেলে দেয়। এ ভালবাসা তালাবদ্ধ হয়ে চিরদিনের মত থেকে যাবে বলে আশা করে তার। এখন চীনেও মানুষরা একটি তালা চাবি দিয়ে প্রেমকে তালাবদ্ধ করার পদ্ধতি অনুসরণ করে।"
পা লা আরো বলে, এ মন-সেইপ আয়না দু'বছরের আগে তৈরি করা হয়েছে। এটি স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন দেশের পর্যটকও এখানে এসে প্রেমের তালা আটকে দিয়ে যান।
"প্রেমের তালা এখানে ফ্রি। আমরা দম্পতিদের ফ্রি তালা দেই, তারপর তালার ওপর তাদের নিজেদের চিত্র তৈরি করা হয়।"
এ্যাডেলি নামের এক পর্যটক বিয়ের দুই দশক উপলক্ষে, তার স্বামীর সঙ্গে নিজের তৈরি একটি বিশেষ প্রেমের তালা এখানে ঝুলিয়ে যান।
"প্রেমের তালার ওপর আমাদের দেশ আর্জেন্টিনার জাতীয় পতাকা চিত্রিত করি। তাছাড়া আমরাও ৫টি রঙয়ের রেশমি ফিতা বাঁধি যা আমাদের পরিবারের ৫ জনের প্রতীক।"
বন্ধুরা, যদি ভবিষ্যতে আপনারা আর্জেন্টিনায় যান তাহলে কিন্তু ভালোবাসার আয়নার কাছে যেতে ভুলবেন না। নিজের ভালবাসা চিরদিনের মত বুয়েনোস আয়ারসে তালাবদ্ধ করে আসবেন।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |