Web bengali.cri.cn   
Kasteeltuinen Arcen
  2014-08-12 14:27:29  cri

বন্ধুরা কি সম্প্রতি কোন দুর্গ দেখেছেন ! সাধারণত আমাদের দুর্গের কথা মনে হলেই ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেন যাবে। অল্প মানুষ জানে যে নেদারল্যান্ডসেও রয়েছে অনেক দুর্গ এবং তার সুদীর্ঘ ইতিহাস।

নেদারল্যান্ডসের বেশিরভাগ দুর্গ জাদুঘর ও পার্কে রূপান্তর করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের 'Kasteeltuinen Arcen (the Castle Gardens of Arcen)' নামক একটি দুর্গের ফুল বাগান খুবই জনপ্রিয়। এর আরও একটি সুন্দর নাম আছে, তা হলো 'গোলাপ দুর্গ'।

'গোলাপ দুর্গ' ১৭ শতাব্দী, বারোক তৈরি হয়। এটি ছিলো নেদারল্যান্ডসের একজন ডিউকের রাজপ্রাসাদ। এটি বড় ধরনের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ৩২ হেক্টর আয়তনের দুর্গে ১২ হাজার চু (একধরনের গাছ গণনার একক) গোলাপ ফুল রয়েছে। ১০টি ছোট বাগানে প্রায় ৩'শ রকমের উদ্ভিদ আছে। তাছাড়া প্রায় ১০ রকমের প্রাণী আছে।

Kasteeltuinen Arcen দুর্গে প্রতিটি কর্নার পোস্টকার্ডের মত খুবই সুন্দর।

নেদারল্যান্ডসের দুর্গ নেদারল্যান্ডস রাজকীয় সৌন্দর্যের প্রতীক। বেশিমাত্রায় বিলাসিতা তারা পছন্দ করে না, প্রকৃতিই তাদের ভালবাসা। সহজ, সুন্দর, প্রাকৃতিক, এক জীবন তাদের কাম্য।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040